এমি রজিউমের ‘কোল্ড পারসুইট’ আলোচনায়
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৫০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
এমি রজিউম। হলিউডের জনপ্রিয় তারকা। শুধু অভিনয়ে নয়, গান পরিচালনাতেও পটু এমি। হলিউডে অভিনয় করছেন নতুন ছবিতে। ছবির নাম ‘কোল্ড পারসুইট’। অ্যাকশন থ্রিলারধমীর্ এই ছবিতে একজন পুলিশ কমর্কতার্র ভূমিকায় অভিনয় করেছেন এমি। ছবিটি গত ৬ তারিখে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিন ভালোই সাড়া ফেলেছে ছবিটি।
ছবিতে নতুন পুলিশ কমর্কতার্র ভ‚মিকায় নিজের অভিনয় তুলে ধরার চেষ্টা করেছেন এমি। বলেন, ‘ছবিতে আমার চরিত্রটি খুব মজার। যেহেতু আমি পুলিশে কাজ করছি প্রথম, তাই আমার মধ্যে ছেলেমানুষী কাজ করে। পরে ধীরে ধীরে সব ঠিক হয়ে যায়।’ ছবিতে হলিউডের নামি অভিনেতা লিয়াম লেশন অভিনয় করেছেন। ‘এটা আমার কাছে অনেক বড় অভিজ্ঞতা। আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। উনার সঙ্গে কাজ করাও ভাগ্যের ব্যাপার।’
৩২ বছর বয়সী এমি রজিউম একজন অভিনেত্রী, গায়িকা, গান লেখক ও টিভি পদার্র পরিচালক। টেলিভিশন সিরিজ ‘শ্যামলেস’ এর মধ্য দিয়ে অভিনয়ের যাত্রা শুরু হয়। ২০০৪ সালে সায়েন্স ফিকশন ছবি ‘দ্যা ডে আফটার টুমোরো’ তে অভিনয় করে প্রথম লাইমলাইটে আসেন। একই বছর এমি অভিনীত ‘দ্যা ফ্যান্টম অফ অপেরা’ ছবিটি আলোচিত হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। হলিউডে এমির এ পযর্ন্ত ২০টি ছবি মুক্তি পেয়েছে, যার প্রত্যেকটি ব্যবসাসফল।
বড় পদার্র মতো ছোট পদাের্তও নিজের ঝলক দেখান এমি। অভিনয় করেন ‘ল এন্ড অডার্র’, ‘অনলি লাভ’, ‘জিনিয়াস’, ‘দ্যা প্র্যাকটিস’ এর মতো জনপ্রিয় টিভি সিরিয়ালে। অভিনয়ের সঙ্গে গানেও যুক্ত হন এমি। ২০০৭ সালে এমির অভিষেক অ্যালবাম ‘ইনসাইড আউট’ মুক্তি পায়। অ্যালবামটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। নতুন বছর ওয়ানার্র ব্রæস রেকডের্র ব্যানারে এমির নতুন অ্যালবাম ‘ সেন্টিমেন্টাল জানির্’ মুক্তি পেয়েছে গত মাসের শেষ দিকে। নতুন এই অ্যালবামটিও ভালোই সাড়া ফেলেছে।
