হ্যাপীর নতুন গান ‘বাঁচি আর কেমনে’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৩৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
কণ্ঠশিল্পী হ্যাপীর গাওয়া ‘বাঁচি আর কেমনে’ একটি এরই মধ্যে ব্যাপক সারা ফেলেছে। গত ৭ ফেব্রুয়ারি রেইন মিউজিক ভিডিও থেকে প্রকাশিত হয় গানটি।
এ সমাজের বাস্তবতাকে নিয়ে গীতিকার আশরাফুল হক তরুণের কথায় গানটিতে সমাজের নির্যাতনের শিকার অসহায় নারীদের গল্পসহ সমাজের ঘটে যাওয়া বাস্তবা নিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করেছেন এ সময়ের জনপ্রিয় ভিডিও নির্মাতা এএইচএম ইউনুছ মিয়াজি।
গানটিতে অভিনয় করেছেন টিভি অভিনেতা বাদল, সাথী, মামুন, নিসাথ, নিজুম, অপু ও মঞ্জুসহ আরও অনেকে। গানটির সার্বিক সহযোগিতায় ছিলেন কচুয়া ঝীলমিল ফরহাদ চৌধুরী। ভিডিও নির্মাতায় ছিলেন সিউল বাবু, করিওগ্রাফে ছিলেন আগবর হোসেন মিন্টু, ইডিট এবং কালারে ছিলেন ভি এফ এক্স সাহে, গানটির রুপসজ্জায় ছিলেন আকাশ খাঁন।
কন্ঠশিল্পী এইচবিকে হ্যাপী বলেন, আমার কন্ঠে গাওয়া গান যদি আমার গানপ্রিয় মানুষের মনে বিন্দু পরিমান আনন্দ দিতে পারি সেটাই আমার স্বার্থকতা। গানপ্রিয়দের ভালবাসাই আমার সম্ভল। সকলের ভালবাসা থাকলে আমি সামনের দিকে আরও ভালো ভালো গান উপহার দিতে পারব।
হ্যাপী আরও বলেন, ইতিমধ্যে আমি আরও বেশ কয়েকটি গানের কাজ হাতে নিয়েছি। তার মধ্য রয়েছে দেশের গান, রোমান্টিক গান, ফোক গান। আমার দর্শক শ্রোতাদের ভালোবাসা নিয়েই সামনের দিকে এগিয়ে যাব, এটাই প্রত্যাশা।
