মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫   শ্রাবণ ১৪ ১৪৩২   ০৩ সফর ১৪৪৭

এবার বন্ধ হচ্ছে জুয়ার সাইট

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

পর্ন সাইটের পর দেশে বন্ধ হচ্ছে জুয়া খেলা যায় এমন সাইটের লিঙ্ক। ৮ ফেব্রুয়ারি, শুক্রবার ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

 

মন্ত্রী স্ট্যাটাসে লিখেছেন, ‘ইন্টারনেটে জুয়াও খেলা হয়। ১২টি সাইট পেলাম, বন্ধ করছি। ডিজিটাল বাংলাদেশ হোক নিরাপদ।’

অপর এক স্ট্যাটাসে মন্ত্রী মোস্তাফা জব্বার জানান, ২৪৪টি পর্ন সাইটের পর আরও এক হাজার ৩১৪টি পর্ন সাইট খুঁজে পেয়েছে সংশ্লিষ্টরা, যা বন্ধের প্রক্রিয়ায় রয়েছে।

ওই স্ট্যাটাসে মন্ত্রী জানান, ‘২৪৪টি পর্ন সাইট এরই মাঝে বন্ধ করা হয়েছে। আমাদের টিম আরও ১৩১৪টা পর্ন সাইটের সন্ধান পেয়েছে। আমরা এর সবগুলো বন্ধ করার কাজে হাত দিয়েছি। আশা করি সহসাই এখানে সফলতা আসবে। আমরা যেমনি ডিজিটাল হচ্ছি তেমনি ডিজিটাল নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। শিশুসহ দেশের সকল নাগরিককে ডিজিটাল বিশ্বে নিরাপত্তা বিধান করা আমাদের প্রত্যয়। আমরা করবো জয়।’

এর আগে বাংলাদেশে ২৪৪টি পর্নগ্রাফিবিষয়ক ওয়েবসাইটের লিঙ্ক বন্ধ করে সরকার। ৬ ফেব্রুয়ারি, বুধবার ওইসব ওয়েবসাইটের লিঙ্ক বন্ধ করে দেওয়া হয়।

সে সময়ে এই প্রযুক্তিবিদ জানিয়েছিলেন, পর্ন সাইট বন্ধে তার মন্ত্রণালয় কঠোর অবস্থানে যাচ্ছে।

তিনি বলেন, ‘পর্ন সাইট যা আছে আমরা তা খুঁজে পাচ্ছি। নতুন নতুন করে যখন এসব সাইট চালু হতে থাকবে, নতুন নতুন করে আমরা এসব সাইট বন্ধ করতে থাকব। এটি এক দিনের কাজ নয়, আমাদের প্রতিদিনের কাজ।’

মোস্তাফা জব্বার আরও বলেন, ‘আমরা শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকের জন্য ইন্টারনেটকে নিরাপদ করতে চাই। এর মধ্যে কতটুকু পারব, এই মুহূর্তে বলতে পারছি না। প্রতিদিন আমাদের সক্ষমতা অর্জনের লড়াই চলতে থাকবে। আমি গত ১০ বছর ধরে এই চেষ্টাটি করে আসছি। প্রথম একটি বড় পদক্ষেপ আমি নিতে পেরেছি এবং এটি আমি কনটিনিউ করব।’