বুধবার   ৩০ জুলাই ২০২৫   শ্রাবণ ১৪ ১৪৩২   ০৪ সফর ১৪৪৭

মোবাইলে ক্ষতিকর বিকিরণে এগিয়ে শাওমি, ওয়ানপ্লাস

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

যে কোন স্মার্টফোন থেকে কম বেশি তড়িৎ চুম্বকীয় বিকিরণ হয়। যা মানবদেহের জন্য ক্ষতিকারক। কোন স্মার্টফোন থেকে কত তড়িৎ চুম্বকীয় বিকিরণ হয় সম্প্রতি সেই তালিকা সামনে এসেছে।  এই তালিকায় সবার উপরে রয়েছে ‘শাওমি এমআই এ ওয়ান’।

 

জার্মানিতে প্রকাশিত এক রিপোর্টে সব থেকে বেশি তড়িৎ চুম্বকীয় বিকিরণ হয় এমন ১৬ টি স্মার্টফোনের তালিকা প্রকাশ করা হয়েছে।  এই তালিকায় উপরের দিকে রয়েছে একাধিক শাওমি ও ওয়ানপ্লাস স্মার্টফোন। উল্লেখযোগ্যভাবে এই তালিকা কোন স্যামসাংয়ের ফোন দেখা যায়নি।

আন্তর্জাতিক গণমাধ্যমে গ্যাজেটস ৩৬০ থেকে জানা যায়, পরিসংখ্যান পোস্ট করা এই তালিকায় এক নম্বরে রয়েছে শাওমি এই মডেলটি।  এই ফোন ব্যবহারে প্রতি কিলোগ্রামে ১.৭৪ ওয়াট বিকিরণ শোষণ করে। এই তালিকায় দুই নম্বরে রয়েছেন ‘ওয়ানপ্লাস ৫টি’। এই ফোনের বিকিরণ শোষণের পরিমাণ ১.৬৮ ওয়াট প্রতি কিলোগ্রাম। তালিকায়  তিন ও চার নম্বরে রয়েছে ‘এমআই ম্যাক্স থ্রি’ আর ‘ওয়ানপ্লাস ৬টি’। এই দুটি ফোনের বিকিরণ শোষণের পরিমাণ যথাক্রমে ১.৫৮ ও ১.৫৫ ওয়াট প্রতি কিলোগ্রাম।