বিএনপির নালিশ হাস্যকর: কাদের
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:২৭ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
উপজেলা নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে নালিশ করছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন হওয়ার আগেই তারা নির্বাচন সম্পর্কে বিরূপ মন্তব্য করে। নালিশ করা, এটা তাদের পুরনো অভ্যাস।
তিনি বলেন, তাদের এই নালিশের ব্যাপারে কারো মাথাব্যথা নেই। এ সব নালিশে জনগণ হাসে, হাস্যকর হয়ে গেছে।
সোমবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে দলের মনোনীত ৪৩ প্রার্থীর তালিকা হস্তান্তর করতে এসে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপি হেরে যাওয়ার ভয়েই উপজেলা নির্বাচন থেকে সরে গেছে। দেশে-বিদেশে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে অপচেষ্টা করেছিল, তা ব্যর্থ হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, সারা দুনিয়া বিশেষ করে গণতান্ত্রিক বিশ্ব এই নির্বাচনকে অভিনন্দিত করেছে। নির্বাচিত প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। জাতিসংঘসহ আমাদের উন্নয়ন সহযোগীরা একযোগে কাজ করার অঙ্গীকার করেছে। এরই মধ্যে আমরা একযোগে কাজ করছি।
একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীদের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সংরক্ষিত আসনে সব অঙ্গনের প্রতিনিধি নেয়া হয়েছে।
তিনি বলেন, প্রার্থী মনোনয়নে আমরা অনেক যাচাই-বাছাই করেছি। যারা মনোনীত হয়েছে দে অল আর ব্রিলিয়ান্ট অ্যান্ড ব্রাইট, কমিটেড ও ডেডিকেটেড। আমাদের দলের প্রতি কমিটমেন্ট, দেশ, মুক্তিযুদ্ধ এসব বিবেচনা এবং আন্দোলন- সংগ্রামে তাদের যে ত্যাগী ভূমিকা, সেটাকে আমরা গুরুত্ব দিয়েছি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, সব অঙ্গনের প্রতিনিধি এখানে আছেন। কালচারাল এরিনা থেকে সুবর্ণা মুস্তাফাকে চয়েজ করা হয়েছে। ব্যবসা থেকে শুরু করে সব এরিনা থেকে আমরা কিন্তু প্রতিনিধি নিয়েছি। সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি তৃণমূল পর্যায়ে।
