শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

রিজেন্সিতে ভালোবাসা দিবসের আয়োজন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

প্রতি বছরের মতো ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এবারও ভ্যালেন্টাইন’স ডে উদযাপন করার জন্য নানা আয়োজন করেছে । 

বিশ্ব ভালোবাসা দিবসের সবচেয়ে আকর্ষণীয় অনুষ্ঠান হবে রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্যা স্কাইলাইন- এ। ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১টা পর্যন্ত। 

এবারের রুফটপ গার্ডেন রেস্টুরেন্টের আয়োজনটি একটু অন্যরকম। রাতের বুফে খাবারের সঙ্গে অতিথিরা উপভোগ করতে পারবেন একটি মিনি কনসার্ট। 

আরও থাকবে একজন বেহালা বাদক, যিনি অতিথিদের টেবিলে টেবিলে গিয়ে মিউজিক পরিবেশন করবেন। আর বিশেষ এই আয়োজনে ফুল-চকলেটে সাজানো টেবিলে অতিথিদের জন্য থাকবে ভ্যালেন্টাইন’স পানীয়। 

উপহার হিসেবে ছবি তুলে সেটি ফ্রেমে বাঁধাই করে দেয়া হবে। আর এসব কিছুর জন্য প্রতি কাপলকে দিতে হবে দশ হাজার টাকা।