ভালোবাসা দিবসে ওমেন্স ওয়ার্ল্ডে
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:০৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

পুরো বছরের অপেক্ষা শেষে এলো ভালোবাসা দিবস। বিশেষ দিনটিতে নিজেকে সাজান উৎসবের রঙে আর মেতে উঠুন ভালোবাসার উচ্ছ্বাসে।
সৌন্দর্য সচেতন নারীরা সাশ্রয়ী মূল্যে ভালোবাসা দিবসে ওমেন্স ওয়ার্ল্ডে পাবেন মেকওভার ও সৌন্দর্য সেবার প্যাকেজ।
মেকআপ, হেয়ার সেটিং, শাড়ি পরা সবই পাবেন দেড় হাজার টাকায়। এছাড়াও বিশেষ এই দিনটির প্রস্তুতি হিসেবে ফেসিয়াল, হেয়ার কাট, পেডিকিওর, মেনিকিওর, হোয়াইটিনিং সেবা তো আগেই নিতে হবে। এর জন্যও রয়েছে আকষর্ণীয় সাশ্রয়ী প্যাকেজ।