দুই শতাধিক পর্ন সাইট বন্ধ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:০২ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশনার পর দুই শতাধিক পর্ন ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) প্রতিষ্ঠানগুলোকে বুধবার (ফেব্রুয়ারি) এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এরমধ্যে ইউটিউবের ৬২টি, মোবাইল পর্ন সাইট ১টি, অ্যাডাল্ট ইঞ্জিন সাইট ১০টিসহ মোট ২২টি সাইট ও লিংক বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়।
সাইবার নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে এসব সাইট বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএসিব)।
দীর্ঘদিন ধরে এসব সাইট বন্ধ করার আলোচনার মধ্যে নির্দেশনা পেয়ে বুধবার থেকে সাইটগুলা বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইএসপিএবি’র একজন কর্মকর্তা।
তিনি বলেন, দুই শতাধিক পর্ন সাইট বন্ধের নির্দেশনা দিয়েছে বিটিআরসি। এ নির্দেশনা বাস্তবায়ন শুরু হয়েছে।