বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

এ আর রহমানের দেখা পেয়ে আপ্লুত তাহসান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:১৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

বিশ্ব সঙ্গীত অঙ্গনে সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার 'গ্র্যামি অ্যাওয়ার্ড'-এ অংশ নিয়েছেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। দ্য রেকর্ডিং একাডেমির আয়োজনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের স্টেপলস সেন্টারে চলছে এ অ্যাওয়ার্ড অনুষ্ঠান।

 

বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হয়েছে এ অনুষ্ঠানটি। সেখানে প্রখ্যাত সঙ্গীত পরিচালক এ আর রহমানের সঙ্গে দেখা হয় তাহসানের। উপমহাদেশের বর্তমান সময়ের অন্যতম মিউজিশিয়ানের সঙ্গে সাক্ষাৎ, আর ছবি তুলবেন না তা হয় নাকি!  ঝটপট বেশ কয়েকটি ছবি তুলে নিজের ফেসবুকে পোস্ট করেন তাহসান।

এ আর রহমানের পুরো নাম আল্লাহ রাখা রহমান। তিনি একজন ভারতীয় তামিল যিনি ভারতের বলিউড ও কলিউড (তামিল চলচ্চিত্র ইন্ডাস্ট্রি) এর জনপ্রিয় সঙ্গীত পরিচালক। তিনি প্রচুর হিন্দি এবং দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন। তার পুরস্কারগুলো মধ্যে রয়েছে দুটি অস্কার, একটি 'বাফটা পুরস্কার', একটি গোল্ডেন গ্লোব, চারটি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড এবং ১৩ টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।