বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

স্পেশ্যাল ম্যাজিক দেখালেন মুমতাজ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

ম্যাজিকের পরিবার তার। দাদা, বাবা এই পেশায় এক একটি প্রতিষ্ঠান বললে অত্যুক্তি হবে না। কিন্তু মেয়ে এই পেশায় আসেনি। মেয়ে অর্থাৎ মুমতাজ সরকার। জুনিয়র পি সি সরকারের ছোট মেয়ে মুমতাজ অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছেন। কিন্তু যে পরিবারের রক্তে ম্যাজিক, তিনি তো ম্যাজিক দেখাবেনই।

 

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, সরস্বতী পূজার জন্য একটি স্পেশ্যাল ম্যাজিক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মুমতাজ। ক্যামেরার সামনে মুখ থেকে পর পর তিনটি নাড়ু বের করে দেখালেন তিনি। কিন্তু কীভাবে? সেটাই তো ম্যাজিক।

মুমতাজের বোন মানেকা পেশাদারি মঞ্চে ম্যাজিক দেখান। কিন্তু তিনি এবং আর এক বোন মৌবনী অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়। শুধু টালিউড নয়, ঢালিউডের ছবিতেও কাজ করেছেন মুমতাজ। দু’দেশেই প্রশংসিত তার অভিনয়।