বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

নিজের বিচ্ছেদের কারণ বললেন নেহা কাক্কর

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৫৭ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

বহু দিনের সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছেন গায়িকা নেহা কাক্কর ও অভিনেতা হিমাংশ কোহলি। বিচ্ছেদের পরে বিভিন্ন গানের শো-য় গিয়ে ভেঙে পড়েন নেহা। ইনস্টাগ্রামেও বিচ্ছেদ নিয়ে বেশ কিছু পোস্ট দেন তিনি। 

 

তবে তাদের বিচ্ছেদের কারণ ঠিক কী তা কেউই প্রকাশ্যে আনেননি। 

অবশেষে নেহাই জানালেন কেন সম্পর্ক ভাঙলেন তারা। সর্বভারতীয় গণমাধ্যমে নেহা জানান, হিমাংশ আসলে তাকে ডিজার্ভই করেন না। 

 

এক সময়ে নেহা ও হিমাংশের রোম্যান্টিক সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হতো। তাদের জুটিও ভক্তদের পছন্দ ছিল। কিন্তু সেই সম্পর্ক নিয়ে হঠাৎ এমন মন্তব্য করলেন কেন নেহা। 

নেহা জানান, হিমাংশের সঙ্গে তার বিয়েও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু হিমাংশ তার প্রেমের উপরে বার বার প্রশ্ন তুলতেন। নেহার কথায়, অনেক ভালবাসা ও সময় দেয়ার পরেও হিমাংশ প্রায়ই সন্দেহ প্রকাশ করতেন। 

এই কারণেই সম্পর্ক থেকেই বেরিয়ে এসেছেন নেহা। সম্পর্ক যেমনই হোক, বিচ্ছেদ সব সময়েরই বেদনার। নেহাও ব্যতিক্রম নন। তবে সেসব ভুলে তিনি এই মুহূর্তে কাজে মন দিয়েছেন।