এবার মিরপুরে চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্স
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৫১ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
রাজধানীর মিরপুরে তৃতীয় শাখা হিসেবে চালু হতে যাচ্ছে মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স।
আসন্ন ঈদুল আযহায় মিরপুর-২ নম্বরে অবস্থিত সনি সিনেমা হলের জায়গায় চালু হবে স্টার সিনেপ্লেক্স। আজ সোমবার বিকেল ৪টায় ঢাকার পান্থপথে বসুন্ধরা সিটি শপিং মলে প্রধান শাখায় স্টার সিনেপ্লেক্স ও সনি সিনেমার মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গেছে।
এরই মধ্যে হল তৈরির সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চুক্তি হওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি কাজ শুরু করবে। আগামী ঈদুলে আযহা থেকে দর্শক মাল্টিপ্লেক্সটিতে সিনেমা উপভোগ করতে পারবেন।
১৯৮৬ সালের ১৬ আগস্টে সনি সিনেমা হলের যাত্রা শুরু হয়। এদিকে পান্থপথের পর গেলো মাসে ধানমন্ডির সীমান্ত সম্ভার মার্কেটের তিনটি হল নিয়ে স্টার সিনেপ্লেক্সের দ্বিতীয় শাখা চালু হয়।
