সুইম স্যুটে শরীর প্রদর্শনে মগ্ন ‘ঝুমা বৌদি’!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৪৯ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাস। প্রায়ই নিজের খোলামেলা ছবি পোস্ট করে উষ্ণতা ছড়ান ইনস্টাগ্রামে। তবে ঝুমা বৌদি’ নামেই বেশি পরিচিত তিনি। সৌজন্যে ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’ সিজন টু।
আশুতোষ কলেজ থেকে সংস্কৃতে স্নাতক এই মেয়েটি শিরোনামে আসেন কয়েক বছর আগে। বিগ বস ১০ সিজনে অংশ নিয়েছিলেন তিনি। বলিউডে ‘ব্ল্যাকমেল’ ছবি দিয়ে ডেবিউ করেন। তবে একটা ওড়িয়া বিজ্ঞাপনী ছবি করার পর নজরে পড়ে যান ভোজপুরি ইন্ডাস্ট্রির। শাস্ত্রীয় নৃত্যে তার পারদর্শিতা মন কেড়েছে অনেকেরই।
প্রথম ভোজপুরি ছবি হিট করতেই আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ৩৪ বছর বয়সেই ৫০টার বেশি ভোজপুরি ছবিতে অভিনয় করে ফেলেছেন।
সম্প্রতি মোনালিসার একটি সুইম স্যুট পরা ছবি ভাইরাল হল। যেখানে নিজের শরীর দেখাতে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি।
এদিকে, বেসরকারি চ্যানেলের একটি শোয়ে বর্তমানে কাজ করছেন তিনি। শঙ্কুদেব পণ্ডার ‘কমরেড’ ছবিতে একটা আইটেম নম্বর করছেন কসবার মেয়ে মোনালিসা।
একটি সাক্ষাৎকারে অন্তরা স্পষ্ট বলেছিলেন, আমার কোনো দিনই শরীর দেখানো নিয়ে কোনো অস্বস্তি ছিল না। এছাড়া বোল্ড সিনেও সমস্যা নেই তার। শরীরচার্চার প্রতি সবসময় নজর দেন। জানিয়েছিলেন, নিয়মিত যোগাভ্যাস ও সাঁতারও কাটেন।
স্বামী বিক্রান্ত সিংহ রাজপুতের সঙ্গে বেসরকারি চ্যানেলের নাচের রিয়ালিটি শো-তে তাকে দেখা গিয়েছে। পাকাপাকিভাবে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেন অন্তরা।
