ডিসলাইকের বন্যায় ভাসছে ‘অভদ্র প্রেম’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৪৬ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
হঠাৎ ‘আনসাবস্ক্রাইব’ ঝড়ের পর এবার ডিসলাইকের বন্যায় ভাসলেন দেশের জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদির। ‘অভদ্র প্রেম’ টাইটেলে নতুন একটি ভিডিও প্রকাশের এক দিনের মধ্যেই অশ্লিলতার অভিযোগে তার চ্যানেলকে প্রায় এক লাখ জন আনসাবস্ক্রাইব করছে। শুধু এতেই ক্ষান্ত হননি তারা। ভিডিওটিতে প্রায় এক লাখ ১০ হাজার জন ডিসলাইকও দিয়েছেন।
ভিডিও টিজার প্রকাশ করার পর থেকেই শুরু হয় সমালোচনা। এ সমালোচনায় বাড়তি মাত্রা যোগ করে ইউটিউবার তাহসিন এন রাকিব (তাহসিনেশন)। ৭ ফেব্রুয়ারি তাহসিনেশন তার ফেসবুক পেজে এটি নিয়ে একটি পোস্ট করেন এবং ৫ লাখ কমেন্ট হলে এটি নিয়ে রোস্টিং ভিডিও করার কথা বলেন। কিন্তু মাত্র ৮ ঘণ্টায় ৫ লাখের বেশি কমেন্ট পড়ে তার পোস্টে। তাই শুক্রবার রাতে তাহসিনেশন ইউটিউব চ্যানেলে একটি রোস্টিং ভিডিও আপলোড করা হয়।
রোস্টিং ভিডিওতে তাহসিন এন রাকিব ভিউয়ারদেরকে সালমান দ্যা ব্রাউনফিস চ্যানেলে আনসাবস্ক্রাইব করার কথা বলেন। ওই ভিডিও আপলোড করার পর সালমান মুক্তাদিরের চ্যানেলকে এক লাখ জন আনসাবস্ক্রাইব করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সালমান দ্যা ব্রাউনফিস চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে ১১ লাখ ২ হাজার ৬২৭ জন। এই আনসাবস্ক্রাইব ঝড় থামছেই না। আনসাবস্ক্রাইবের রেকর্ড করে ফেলতে পারেন ইউটিউবার সালমান মুক্তাদির।
