শ্রীদেবীর পরিবর্তে মাধুরী!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৩৪ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী। তার চলে যাওয়ার প্রায় এক বছর হতে চলেছে। কিন্তু সময় কারোর জন্যই থেমে থাকে না। তাই অভিষেক বর্মণ পরিচালিত ‘কলঙ্ক’র ছবির কাজও থেকে নেই। কিন্তু এ ছবিতে শ্রীদেবীর অভিনযের কথা ছিলো। তার প্রয়াণের পর সেই জায়গায় মাধুরী দীক্ষিতকে কাস্ট করা হয়েছে।
তবে মাধুরীর কাছে এ কাজটি করা কঠিন ছিল। এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে মাধুরী বলেন, আমার কাছে চরিত্রটা যখন এসেছিল, তখন আমি শকড হয়েছিলাম। একজন অভিনেত্রী হিসেবে আমি চিত্রনাট্য জানি, চরিত্র জানি। কিন্তু মানুষ হিসেবে গোটা বিষয়টা সামলানো কঠিন। আসলে সত্যিটা মেনে নেয়া কঠিন।
‘কলঙ্ক’-এ শ্রীদেবীর বদলে মাধুরীর অভিনয় করাকে স্বাগত জানিয়েছেন শ্রীদেবীর পরিবারের সদস্যরাও। সোশ্যাল মিডিয়ায় দুই অভিনেত্রীর ছবি একসঙ্গে পোস্ট করেছেন শ্রীদেবীর মেয়ে জাহ্নবী।
তিনি লিখেছেন, অভিষেক বর্মণের পরের ছবিটা মায়ের হৃদয়ের খুব কাছের ছিল। মাধুরীজি এই ছবিটার সঙ্গে যুক্ত হলেন। বাবা খুশি আর আমি ওর কাছে কৃতজ্ঞ।
