বিটিভিতে তাসনুভার `পরাজয় পর্ব`
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:২৭ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
আসছে ভালোবাসা দিবসে বিটিভিতে প্রচারিত হবে এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা এলভিন অভিনীত নাটক 'পরাজয় পর্ব'। সম্প্রতি ঢাকা ও নারায়ণগঞ্জের মনোরম লোকেশনে ধারণ করা হয়েছে নাটকটির চিত্রায়ণ।
নাটকটির গল্প রচনা করেছেন বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী। আর এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ।
সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী বলেন, নিম্ন মধ্যবিত্ত পরিবারের জীবন সংগ্রাম, প্রেম ভালবাসা ও অফিস পলিটিক্সের চিত্র তুলে ধরা হয়েছে নাটকটিতে। পরিবারের সবাইকে নিয়ে এটি উপভোগ করা যাবে।
'পরাজয় পর্ব' নাটকটিতে তাসনুভা এলভিন ছাড়াও অভিনয় করেছেন ইভান সাইর, আল নাহিয়ান, নোমান ও তাসমিয়া তামান্নাসহ আরো অনেকে।
'পরাজয় পর্ব' নাটকটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভাট্টাচার্য। এটি আগামী ১৪ ফেব্রুয়ারি বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে রাত ৯টার সংবাদ শিরোনামের পর প্রচারিত হবে।
