বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

এবার ভাবনার `তারা`

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২৫ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

চলচ্চিত্র, বিজ্ঞাপন, নাটক- মিডিয়ার প্রতিটি সেক্টরেই সমান জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। গত বছর বই মেলায় প্রকাশ হয় অভিনেত্রীর প্রথম উপন্যাস ‘গুলনেহার’। বইটি সে সময় পাঠক মহলে বেশ সাড়া ফেলে। সেই ধারাবাহিকতায় এবার বই মেলায় আসছে তার দ্বিতীয় উপন্যাস 'তারা'। 

 

ভাবনার 'তারা' উপন্যাসটি আসছে ১৩ ফেব্রুয়ারি। এটি ‘তাম্রলিপি’র ব্যানারে প্রকাশিত হবে। আর উপন্যাসটির প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা। সম্প্রতি ফেসবুকে বইয়ের প্রচ্ছদের ছবি প্রকাশ করেছেন। প্রচ্ছদ প্রকাশের পর থেকেই তার সহশিল্পী ও ভক্তদের কাছ থেকে অসংখ্য শুভেচ্ছা পাচ্ছেন ভাবনা ।

‘তারা’ উপন্যাস প্রসঙ্গে ভাবনা বলেন, আমার প্রথম উপন্যাস ‘গুলনেহার’। বইটি প্রকাশের পর পাঠকদের কাছ থেকে বেশ ভালো সাড়া পেয়েছি। এবার প্রকাশিত হচ্ছে ‘তারা’ উপন্যাস। এতে একটি মেয়ের জীবনের গল্প পাওয়া যাবে। এই মেয়েটির নাম তারা।

 

তিনি আরো বলেন, এর আগেও প্রতি বই মেলায় আমার কিছু না কিছু লেখা থাকত। তবে সেগুলো আমার একক কোনো লেখা ছিল না। আমার শিক্ষকদের বইয়ে আমার কবিতা বা ছোট গল্প থাকত। তবে গতবার আর এবার আমার একক উপন্যাস বইমেলায় থাকছে। আশা করছি ‘গুলনেহার’ বইটির মতো ‘তারা’ উপন্যাসটিও পাঠকদের অনেক ভালো লাগবে। এখন ‘তারা’ উপন্যাসের সাড়া পাওয়ার অপেক্ষায় আছি।

ভাবনা নাটক-টেলিফিল্মে নিয়মিত অভিনয় করলেও অভিনয়  ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় নাম লেখান তিনি। অনিমেষ আইচ পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন কলকাতার পরমব্রত চ্যাটার্জি।