বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিয়ে করলেন তানভীর!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২১ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

বর্তমান সময়ের অভিনেতা আবু হুরাইয়া তানভীর। বছর তিনেক আগে বাংলালিংকের একটি বিজ্ঞাপনে 'মানতে পারলাম না স্যার' সংলাপ দিয়ে দারুণ সাড়া ফেলেছিলেন তিনি। এরপর নির্মাতা বদরুল আনাম সৌদের 'গহীন বালুচর' ছবিতে অনবদ্য অভিনয়ের মাধ্যমে আলোচনার পালে হাওয়া লাগান তিনি । সম্প্রতি তাকে বরের সাজে দেখা গেছে। তাহলে কি হঠাৎ করেই বিয়ে করে ফেললেন এ অভিনেতা!

 

না, এই অভিনেতা বাস্তবে বিয়ে করেননি। বর বেশে ছবিতে তার পাশে ছিল একটি পুতুল। এখন স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসতে পারে তাহলে তানভীর পুতুলকে বিয়ে করেছেন?  সে রকম কিছুই নয়। 

ছবিটি ছিল একটি নাটকের দৃশ্যের। আর গল্পের প্রয়োজনে পুতুলের সঙ্গে বিয়ে। তানভীর জানান, পুতুলের সঙ্গে বিয়ের দৃশ্যটি দেখা যাবে 'লাভ অ্যান্ড লস্ট' শিরোনামের একটি নাটকে। 

 

মুশফিক কল্লোলের পরিচালনায় এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তানভীর ও ফারিন। প্রাণ আর এফএল প্লাস্টিক চেয়ার নিবেদিত এই নাটকটি ভালোবাসা দিবসে রাত ১০টায় দেশ টিভিতে প্রচারিত হবে।

এর বাহিরেও এই ভালবাসা দিবসের বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তানভীর। তার অভিনীত ভালবাসা দিবসে প্রচারের অপেক্ষায় থাকা নাটকগুলোর মধ্যে রয়েছে 'পাত্রি পলাতক', 'হ্যাপি ভ্যালেন্টাইন ডে', 'একটি নীল শাড়ির গল্প'।