রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

ঢাকায় আসছেন ভারতীয় বিমানবাহিনী প্রধান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৩ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) প্রধান এয়ার চিফ মার্শাল বীরেন্দ্র সিং ধনোয়া ঢাকা সফরে আসছেন রোববার। ঢাকার ভারতীয় হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

বাংলাদেশ বিমানবাহিনী (বিএএফ) প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের আমন্ত্রণে বাংলাদেশে পাঁচদিন সফর করবেন তিনি।

বীরেন্দ্র সিংয়ের সঙ্গে ঢাকায় আসছেন তার স্ত্রী কামালপ্রীত ধনোয়াও। এছাড়া দুই সদস্যের একটি প্রতিনিধি দল তার সঙ্গে রয়েছে।

 

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আইএএফ প্রধান। সেইসঙ্গে বাংলাদেশের তিন বাহিনী প্রধানের সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন।

আইএএফ প্রধানের এ সফর দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বের সম্পর্ককে আরো শক্তিশালী করবে।