হুইল চেয়ারে করে সংসদে এরশাদ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০১ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
অবশেষে একাদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে প্রথমবারের মতো যোগ দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
রোববার বিকেলে জাতীয় সংসদে পৌঁছার পর হুইল চেয়ারে বসে তিনি সংসদে প্রবেশ করেন। এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল ৪টার দিকে বারিধারার প্রেসিডেন্ট পার্ক থেকে সংসদের উদ্দেশে রওনা হন পার্টি চেয়ারম্যান এরশাদ। তার সঙ্গে আছেন পার্টির কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এবং মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে জয়ী হয়ে সরকার গঠন করে। এরপর নবগঠিত সংসদের প্রথম অধিবেশন বসে গেল ৩০ জানুয়ারি। এ সংসদে বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। অধিবেশন শুরু হলেও এতদিন অসুস্থতার কারণে তাতে যোগ দিতে পারেননি হুসেইন মুহম্মদ এরশাদ। ঠিক এই কারণেই দলের নির্বাচিত অন্য এমপিরা শপথ নিলেও তিনি শপথ নিতে পারেননি। পরে ৬ জানুয়ারি তিনি শপথগ্রহণ করেন।
