আইনি প্রক্রিয়ায় জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা: আইনমন্ত্রী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০০ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যুদ্ধাপরাধীর দল হিসেবে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হবে।
রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের এমপি ওয়ারেসাত হোসেনের বেলালের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে একাধিক মামলার রায়ে আদালত জামায়াতে ইসলামীকে দল হিসেবে যুদ্ধাপরাধে জড়িত বলে উল্লেখ করেছেন। ট্রাইব্যুনাল আইনের সংশোধনী তৈরি করে দল হিসেবে জামায়াতের বিচার প্রক্রিয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছিল।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য আবারো ওই সংশোধনী মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর উদ্যোগ নেয়া হবে। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টি নিষ্পত্তি করা হবে।
এরই মধ্যে নির্বাচন কমিশন জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে বলেও জানান আইনমন্ত্রী।
