বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

নেটফ্লিক্সে ‘কমলা রকেট’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:২৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে এখন দেখা যাচ্ছে ‘কমলা রকেট’ ছবিটি। পরিচালনা করেছেন নূর ইমরান মিঠু। কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বনে এর চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও নূর ইমরান মিঠু। ছবিতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, মোশাররফ করিম, জয় রাজ, সামিয়া সাঈদ, ডমিনিক গোমেজ, সেঁওতিসহ অনেকে।

 

‘কমলা রকেট’ ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। আন্তর্জাতিক পরিমণ্ডলে এই প্রযোজনা প্রতিষ্ঠানের চলচ্চিত্রগুলো নিয়ে কাজ করছেন আবু শাহেদ ইমন। তিনি বলেন, ‘এই মুহূর্তে সারা বিশ্বে নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার সংখ্যা ১৩ কোটি ৭০ লাখ। এই বিশালসংখ্যক দর্শকের সামনে বাংলাদেশের খুব কম ছবিই এর আগে প্রতিনিধিত্ব করেছে। এবার ইমপ্রেস টেলিফিল্ম থেকে সরাসরি কোনো ছবি নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্মে দেখানো হচ্ছে, এটা আমাদের জন্য ভীষণ আনন্দের। আর তা বাংলাদেশের নতুন নির্মাতাদের জন্য আশার খবর।’

 

 

গত বছর ১৬ জুন ‘কমলা রকেট’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এরপর তা দেখানো হয়েছে চ্যানেল আইয়ে। এবার ছবিটি নেটফ্লিক্সে স্থান পাওয়ায় দারুণ উচ্ছ্বসিত নূর ইমরান মিঠু।

‘কমলা রকেট’ ছবিটি এরই মধ্যে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ফিল্ম মার্কেটসহ ভারত ও নেপালের কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। গত বছর শ্রীলঙ্কার জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বেস্ট ডেবু ডিরেক্টর’-এর পুরস্কার পেয়েছেন নূর ইমরান মিঠু।

‘কমলা রকেট’ ছবির গল্প প্রসঙ্গে নূর ইমরান মিঠু আগেই বলেছেন, ‘জাহাজের নাম রকেট। সেই জাহাজে নিয়মিত সব প্যাসেঞ্জারের সঙ্গে উঠে পড়ে অনিয়মিত এক প্যাসেঞ্জার। এ যেন ছোট এক বাংলাদেশ। ক্লাসের রকমভেদে সবাই সবার থেকে আলাদা পোশাকের হলেও কাম, ক্ষুধা, শীত, গন্ধের মতো মৌলিক প্রশ্ন যখন সামনে এসে দাঁড়ায়, তখন এক এক করে শরীর থেকে খুলে পড়তে থাকে বানানো সব পোশাক। এটাই ছবির মূল বিষয়।’