বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

চটেছেন লতা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:২১ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

বলিউডে পুরোনো দারুণ জনপ্রিয় গান নতুন রূপে আনা এখন নিয়মিত ঘটনা। এবার গত শতকের আশির দশকের বিখ্যাত গান ‘মুঙ্গারা মুঙ্গারা’র রিমেক করা হলো।

অনিল কাপুর, মাধুরী দীক্ষিত, অজয় দেবগন অভিনীত ‘টোটাল ধামাল’ ছবিতে উষা মঙ্গেশকরের গাওয়া সেই জনপ্রিয় গানটি রয়েছে। এবার রিমেক করা গানটির সঙ্গে নেচেছেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা। আশির দশকের ‘মুঙ্গারা মুঙ্গারা’ গানটি এখনো সমান জনপ্রিয়। লতা মঙ্গেশকরের বোন উষার সুরেলা গায়কির সঙ্গে তখন হেলেনের উদ্দাম নাচ রীতিমতো ঝড় তুলেছিল।

 

তবে রিমেক গানটি চলচ্চিত্রপ্রেমীদের হতাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে গানটির জন্য ‘টোটাল ধামাল’ টিমকে ট্রোল করছেন। এদিকে ভারতীয় সংগীতের সম্রাজ্ঞী লতা গানটি শোনার পর রীতিমতো চটেছেন।

প্রবাদপ্রতিম সংগীতশিল্পী লতা অত্যন্ত বিরক্তির সঙ্গে জানিয়েছেন, তাঁর ‘মুঙ্গারা মুঙ্গারা’ গানটির রিমেক পছন্দ হয়নি। তিনি এক পত্রিকাকে বলেছেন, ‘এখন কেউই আমার গাওয়া গান রিমেক করার আগে অনুমতি নেয় না। আগে আমাদের গান অত্যন্ত যত্ন এবং সেন্সের সঙ্গে তৈরি করা হতো। এখন সেই গানগুলোর আহুতি দেওয়া ভালো কথা নয়।’

‘মুঙ্গারা মুঙ্গারা’ গানটির আসল সুরকার ও সংগীত পরিচালক রাজেশ রোশন বলেছেন, ‘মনে হচ্ছে, সংগীতজগৎ নতুন গান বানানোর আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে।’

‘টোটাল ধামাল’ ছবিতে ‘মুঙ্গারা মুঙ্গারা’ গানের দৃশ্যে সোনাক্ষী সিনহা ও অজয় দেবগনএদিকে ‘টোটাল ধামাল’ ছবির পরিচালক ইন্দ্র কুমার এর জবাব দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমার পরিচালিত “ইশক” ছবির “নিদ চুড়ায়ি মেরি” গানটির রিমেক হয়। জনপ্রিয় এই গান রোহিত শেঠি তার ছবি “গোলমাল অ্যাগেইন”-এ ব্যবহার করেছিলেন। গানটির জন্য আমার কাছে কেউ অনুমতি নিতে আসেননি। মিউজিক লেবেলের কাছে সব স্বত্ব থাকে। তাই ওই লেবেলের মালিকের সবকিছু করার অধিকারও থাকে। তিনি সিদ্ধান্ত নেন যে তিনি কী করবেন।’

‘টোটাল ধামাল’ ছবিটি ২২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে। এই ছবির মধ্য দিয়ে দীর্ঘদিন পর মাধুরী দীক্ষিত আর অনিল কাপুর পর্দায় আসছেন।