প্রতীক পেলেন ৫ মেয়র প্রার্থী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:২৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রোববার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে পাঁচ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত আতিকুল ইসলাম (নৌকা), জাতীয় পার্টির শাফিন আহমেদ (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আনিসুর রহমান দেওয়ান (আম), প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিপি) শাহীন খান (বাঘ) এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুর রহিম (টেবিল ঘড়ি) প্রতীক পেয়েছেন।
রোববার সকালে নির্বাচনে কমিশনের তাদের প্রতীক বরাদ্দ দেয়া হয়।
