নিজের রক্তের তৈরি ক্রিম মাখেন ভিক্টোরিয়া!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৪৫ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

৪৪ বছর বয়সী ভিক্টোরিয়ার বেকহ্যাম। ইংল্যান্ডের বিখ্যাত ফুটবলার ডেভিড বেকহ্যামের স্ত্রী তিনি। শুধু বেকহ্যামের স্ত্রী বলে নয়, ফ্যাশন ডিজাইনার হিসেবেও গ্ল্যামার জগতে বেশ নামডাক আছে। সৌন্দর্যেও কোনো অংশে কম নেই তার।
কিন্তু এই বয়সেও তার এই অপরূপ সৌন্দর্যের রহস্য কী? সে কথা সম্প্রতি তিনি নিজেই জানিয়েছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।
ত্বকের সৌন্দর্য সম্পর্কে ভিক্টোরিয়া নিজেই খোলাসা করে জানিয়েছেন, তিনি যেসব ময়েশ্চারাইজার ব্যবহার করেন সেগুলো নাকি তার রক্ত থেকে তৈরি করা হয়েছে। চিকিৎসক বারবারা এই কাজটি করেছেন বলে তিনি জানিয়েছেন। তিনি বলেছেন, শরীরের কোষ থেকে তৈরি ময়েশ্চারাইজার তার ত্বকের জ্বালা রোধ করে ও ত্বকে কোষের পুনরুত্পাদনে সাহায্য করে।
বেকহ্যামের স্ত্রী জানিয়েছেন, এই ময়েশ্চারাইজার ব্যবহার করে তার ত্বক আরও নরম ও আরও পরিষ্কার হয়েছে।
এই ময়েশ্চারাইজার তৈরিতে খরচ হয়েছে ১ হাজার ২০০ পাউন্ড। অর্থাৎ বাংলাদেশি টাকায় ভিক্টোরিয়া বেকহ্যামের এই ময়েশ্চারাইজারের দাম প্রায় এক লাখ ত্রিশ হাজার টাকা।