মাঠে নেই জামায়াত ঐক্যফ্রন্টে বিভক্তি
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার
সিলেট-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই। বিরামহীন প্রচারে প্রার্থীদের কাছে এখন দিনরাত প্রায় সমান। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে গ্রামগঞ্জ। গাড়িতে মাইকে বজানো হচ্ছে প্রার্থীকে নিয়ে তৈরি করা গান। নানা ভঙ্গিতে তুলে ধরা হচ্ছে প্রার্থীদের প্রতিশ্রুতি। গ্রামে-গ্রামে চলছে উঠান বৈঠক। এদিকে পাওয়া-না পাওয়ার হিসেব মিলিয়ে ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভোটাররা।
এ আসনে ভোটযুদ্ধে ৮ প্রার্থী মাঠে থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ৩ জন। তারা হলেনÑ আওয়ামী লীগের আলহাজ হাফিজ আহমদ মজুমদার, জাতীয় পার্টির (এরশাদ) আলহাজ সেলিম উদ্দিন এমপি, বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের মাওলানা উবায়দুল্লাহ ফারুক। এখন পর্যন্ত এই তিন প্রার্থীকে নিয়েই সব হিসাব-নিকাশ চলছে সাধারণ ভোটারদের মাঝে।
হাফিজ আহমদ মজুমদার ও সেলিম উদ্দিন এমপি নির্বাচনী প্রচারে তাদের সময়কার উন্নয়ন কর্মকা-কে সামনে এনে ভোটারের মন জয়ের চেষ্টা করছেন। দল দুটির নেতাকর্মীরা নিজেদের মধ্যেকার মান-অভিমান ভেঙে নিজ নিজ প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন। তবে ঐক্যফ্রন্টে বিভক্তি এখনো দৃশ্যমান। জোটভুক্ত দল জামায়াত নেতাকর্মীরা এখনো ঐক্যফ্রন্ট প্রার্থীর পক্ষে মাঠে নামেননি। অসুস্থ থাকায় মাওলানা উবায়দুল্লাহ ফারুক নির্বাচনী প্রচারে নিয়মিত অংশ নিতে পারছেন না। তবে তার কর্মী-সমর্থকরা মাঠে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন।
সিলেট জেলা জামায়াতের শীর্ষ এক নেতা জানান, ঐক্যফ্রন্টের এই প্রার্থী অতীতের নির্বাচনগুলোয় তাদের (জামায়াতের) প্রার্থীর চরম বিরোধিতা করে খেজুর গাছ প্রতীক নিয়ে প্রার্থী হয়েছিলেন। জামায়াতকে নিয়ে তিনি সব সময় কাল্পনিক গল্প রচনা করেন। এতে নেতাকর্মীরা তাকে ভোট দেওয়া থেকে বিরত থাকবে। তা হলে জামায়াতের ভোট কোন বাক্সে যাবে? এমন প্রশ্নের জবাবে বলেন, শেষ সময়ে আমাদের নেতাকর্মী ও সমর্থকরা লাঙল প্রতীকে ভোট দিতে পারে বলে ধারণা করছি।
