শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

মেহেদীর রঙ গাঢ় করার কৌশল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪৪ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

বিয়েতে মেহেদী অনুষ্ঠানের বিশেষ রীতি প্রচলিত। শুধু কনে নয় বরং মেহেদী অনুষ্ঠানে উপস্থিত প্রায় সকল নারীরাই মেতে ওঠেন মেহেদীর রঙে নিজেকে রাঙাতে। যুগ যুগ ধরে নারীর সাজের অন্যতম আনুসঙ্গিক হিসেবে মেহেদী ব্যবহারের প্রচলন রয়েছে। বর্তমানেও এর কদর এতোটুকুও কমেনি। শুধু বিয়ে কেন যেকোনো অনুষ্ঠানেই নারীরা মেহেদী হাতে ব্যবহার করতে পছন্দ করে। তবে আফসোসের বিষয় হলো, মেহেদীর রঙ অনেকের হাতেই ধরে না অর্থ্যাৎ মেহেদীর রঙ মন মতো না হলে আফসোস তো হবেই! তবে কয়েকটি বিষয় মানলেই আপনার মেহেদীর রঙ গাঢ় হওয়াটা আবশ্যক। জেনে নিন কয়েকটি কৌশল-

 

১. মেহেদী ব্যবহারের পূর্বে অবশ্যই হাত বা পা পরিষ্কার করে নিন। এতে করে মেহেদী ত্বকে দ্রুত শোষণ করবে।
২. মেহেদীর রঙ গাঢ় পেতে অন্তত এটি কয়েক ঘন্টার জন্য রাখতে হবে। যদি রাতে ব্যবহার করেন তবে সারা রাত তা হাতে রাখুন। 
৩. মেহেদী ধোয়ার সময় অবশ্যই লেবু ও চিনির পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন।
৪. মেহেদীর রঙ গাঢ় হতে যদিও বেশ সময় লাগে। এজন্য উৎসবের অন্তত দু’দিন আগে তা ব্যবহার করুন। 
৫. মেহেদী অপসারণের জন্য সাবান এবং পানি ব্যবহার করবেন না। এটি শুকিয়ে গেলে আপনা আপনিই ঝরে যাবে অথবা আপনি হাত দিয়ে ঘষেও তা তুলে ফেলতে পারেন।