‘স্বপ্ন ভেজা মেঘ’-এ মেহজাবিন!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:২৩ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রোববার
সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। বর্তমানে তিনি ব্যস্ত ভালবাসা দিবসের নাটকের কাজ নিয়ে। এ অভিনেত্রী এখন সাড়া বছর জুরেই নাটকের অভিনয় নিয়ে ব্যস্ত থাকেন। দম ফেলার সময় নেই। নাটকের কাজের ফাঁকে ভালো কোনো বিজ্ঞাপন বা মিউজিক ভিডিও পেলেই তাতে দেখা মেলে হালের এ গ্ল্যামার কন্যাকে। সেরকমই একটি মিউজিক ভিডিওতে ধরা দিয়েছেন মেহজাবিন। গানটির মিউজিক ভিডিও শনিবার সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।
গানটির শিরোনাম ‘স্বপ্ন ভেজা মেঘ’। এ গানটিতে প্রথমবারের মতো এক সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মিনার রহমান ও পূজা। স্নেহাশীষ ঘোষের কথায় গানটির সুর-সংগীত করেছন রেজওয়ান শেখ।
‘ফার্স্ট লাভ’ নামের একটি নাটকের জন্য ভিডিওটি নির্মাণ করেছেন নাট্য নির্মাতা বি ইউ শুভ। মিউজিক ভিডিওটিতে মেহজাবিনের বিপরীতে দেখা গেছে আরেক জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও মডেল-অভিনেতা অর্ণব অন্তুকে।
গান ও ভিডিওটি প্রসঙ্গে মিনার রহমান বললেন, এর আগে মাত্র দুটি দ্বৈত গান করেছি আমি। এবার গাইলাম পূজার সঙ্গে। গানটি বেশ সুন্দর। ভালো কথা, ভালো সুর। আর ভিডিওটি দেখার পর আরো ভালো লাগলো। খুব গোছানো একটা কাজ হয়েছে।
পূজা বললেন, মিনার ভাইয়ার সঙ্গে এটা আমার প্রথম কাজ। আমাদের শুরুটা ভালো একটা গান দিয়ে হলো। ভিডিওটাও শুভ ভাইয়া ভালো বানিয়েছেন। ভিডিওতে থাকা তিনজন মানুষই আমার খুব পছন্দের। আশা করছি গান ও ভিডিওটি সবার ভালো লাগবে।
