সাড়া ফেলছে ‘প্রেম আমার প্রিয়া’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:২১ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রোববার
তরুণ নির্মাতা শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘আমার প্রেম আমার প্রিয়া’ চলচ্চিত্রটি শুক্রবার দেশের ৪৫টি পেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন পরীমনি ও কায়েস আরজু। এই ছবিটি নিয়ে এরই মধ্যে প্রশংসা করছেন দর্শক ও সিনেমা হল কর্তৃপক্ষ। শুক্রবার এবং আজ শনিবার বিভিন্ন হলে খোঁজ নিয়ে এই তথ্য পাওয়া গেছে।
শনিবার বলাকায় ৩টার শো দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুজ্জামান বলেন, আমি বলতে গেলে নতুন মুক্তি পাওয়া প্রায় সব ছবিই এখানে এসে দেখি, কিন্তু অনেকদিন ধরে ভালো কোন ছবি না দেখে নিরাশ হয়ে গিয়েছিলাম। মাঝখানে কিছুদিন ছবিই দেখিনি। এই ছবিটির বিভিন্ন পত্র-পত্রিকায় নিউজ দেখে মনে হলো ভালো হবে, তাই দেখতে এসেছি। ছবিটি দেখার পর মনে হলো দীর্ঘ দিন পর বাংলাদেশে নিজস্ব গল্পের ভালো কোন ছবি মুক্তি পেল। আমি ছবিটি দেখে খুব এনজয় করেছি, ইচ্ছা আছে ছবিটি আমার দেখবো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বর্ণা নামের আরেক শিক্ষার্থী বলেন, ছবিটি খুবই সুন্দর হয়েছে। যতক্ষণ হলে থেকেছি বেশিরভাগ সময়ই হাসি থামিয়ে রাখতে পারিনি। আবার শেষের দিকে নিস্তব্ধও হয়ে গিয়েছিলাম। দীর্ঘদিন পর ভালো একটি ছবি দেখলাম।
মধুমিতায় সকালের শো দেখে মুন্না নামের এক মডেল জানান, ছবিটির গল্প সুন্দর হয়েছে। বিশেষ করে ডায়লগগুলি খুবই ভালো মানের। বাংলাদেশের ছবিতে কমেডি মানেই এতদিন মানুষ মনে করতো, জোর করে হাসানোর চেষ্টা করা। সে ধারণা থেকে এই ছবিটি দর্শকদের বের করে আনতে পারবে বলে আমার মনে হয়।
অন্যদিকে সবার অভিনয়ও ভালো হয়েছে। বিশেষ করে হিরো আরজুর অভিনয় খুবই সুন্দর হয়েছে। আমার মনে হয় আরজুকে যদি পরিচালকরা ভালোভাবে কাজে লাগাতে পারে তাহলে দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি ভালো মানের নায়ক পাবে।
বলাকা সিনেমা হলের বুকিং এজেন্ট মজিবুর রহমান রাজিব বলেন, গতকালের (শুক্রবার) চেয়ে আজ সকালের শোতে দর্শক বেশি। ছবির গল্প প্রশংসা পাচ্ছে, দর্শকও বাড়ছে। এর মধ্যে ৩টার শো'তেও ভালো দর্শক ছবিটি দেখেছে। মজার বিষয় হচ্ছে, অনেকদিন পর কোন ছবি দেখে প্রত্যেকটি দর্শক প্রশংসা করছে।
নির্মাতা শামীমুল ইসলাম শামীম বলেন, আমি সারাদেশ থেকেই ছবির গল্পের প্রশংসা পাচ্ছি। আমি সব সময় মনে করি, দর্শক সিনেমা হলে আসেন সুন্দর একটি গল্প দেখতে। আমি এই ছবিতে তা দিয়েছি। শিল্পীরাও তার চরিত্রটা ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ।
ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে, মোজাম্মেল হক খানের প্রযোজনায় ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে পরীমনি, কায়েস আরজু ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা, ডনসহ অনেকে।
