বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

অশ্লিল ভিডিও, ‘আনসাবস্ক্রাইব’ ঝড়ে ইউটিউবার সালমান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:২০ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

হঠাৎ ‘আনসাবস্ক্রাইব’ ঝড়ের মধ্যে পড়েছে দেশের জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদিরের ইউটিউব চ্যানেল সালমান দ্যা ব্রাউনফিস। অশ্লিলতার অভিযোগে তার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করছে তার ভিউয়াররা।এরইমধ্যে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। তিনি দেশের সর্বপ্রথম ইউটিউবার হিসেবে খ্যাত।

 

এই আনসাবস্ক্রাইবের ঘটনার মূল সূত্রপাত হয় তার ইউটিউব চ্যানেলে ‘অভদ্র প্রেম’ টাইটেলে একটি ভিডিও টিজার প্রকাশ করার পর থেকে। এরপর থেকেই শুরু হয় সমালোচনা। এ সমালোচনায় বাড়তি মাত্রা যোগ করে ইউটিউবার তাহসিন এন রাকিব (তাহসিনেশন)।

৭ ফেব্রুয়ারি তাহসিনেশন তার ফেসবুক পেজে এটি নিয়ে একটি পোস্ট করেন এবং ৫ লাখ কমেন্ট হলে এটি নিয়ে রোস্টিং ভিডিও করার কথা বলেন। কিন্তু মাত্র ৮ ঘণ্টায় ৫ লাখের বেশি কমেন্ট পড়ে তার পোস্টে। তাই শুক্রবার রাতে তাহসিনেশন ইউটিউব চ্যানেলে একটি রোস্টিং ভিডিও আপলোড করা হয়।

 

রোস্টিং ভিডিও-তে তাহসিন এন রাকিব ভিউয়ারদেরকে সালমান দ্যা ব্রাউনফিস চ্যানেলে আনসাবস্ক্রাইব করার কথা বলেন। ওই ভিডিও আপলোড করার পর রাতেই সালমান মুক্তাদিরের চ্যানেলকে ৪৭ হাজার ১২ জন আনসাবক্রাইব করেছেন।

এই প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত মোট ৭১ হাজার ৯৫৬ জন আনসাবস্ক্রাইব করেছেন। বর্তমানে সালমান দ্যা ব্রাউনফিস চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে ১১ লাখ ৪৯ হাজার ১৮১ জন।

এখন দেখার বিষয় এই আনসাবস্ক্রাইব ঝড় কখন থামে। আনসাবস্ক্রাইবের রেকর্ড করে ফেলতে পারেন ইউটিউবার সালমান মুক্তাদির।