বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

কোমড় দুলিয়ে ঝড় তুললেন মাধুরী, পর্দা কাঁপাচ্ছেন সোনাক্ষী!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:১৯ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

মাধুরীর ‘এক দো তিন’-এ এখনো মুগ্ধ তার ফ্যানেরা। এই মধ্যে তার আগামী ছবি ‘টোটাল ধামাল’ ছবির একটি গানে মাধুরীর নাচ তার ভক্তদের মনে ঝড় তুলে দিলো। ১৯৮০ সালের ছবি ‘কর্জ’ এর কিশোর কুমারের গান ‘প্যায়সা ও প্যায়সা’-কে রিমিক্স করে পার্টি সং-এর রূপ দেয়া হয়েছে। 

নতুন এই গানের রিমিক্স করেছেন গৌরভ-রশিন। গান গেয়েছেন দেব নেগি, শুভ্রা গঙ্গোপাধ্যায় ও অর্পিতা চক্রবর্তী। সংযোজিত কথা লিখেছেন কানওয়ার জুনিয়া। তবে ছবির মুখ্য আকর্ষণ হল এই ছবিতে অনিল কপূর ও মাধুরী জুটির কামব্যাক।

এদিকে, হেলেনের শরীরী বিভঙ্গে মেতেছিল তামাম ভারতবাসী। এবার তারই বিখ্যাত গান ‘মুঙ্গডা’-র রিমিক্স গানের তালে তালে শরীর দোলালেন নতুন প্রজন্মের নায়িকা সোনাক্ষী সিনহা। 

 

পরিচালক ইন্দ্র কুমারের আগামী ছবি ‘টোটাল ধামাল’ ছবিতে একটি আইটেম নাম্বার রাখা হয়েছে। যেখানে রাজ এন সিপ্পি  পরিচালিত ছবি ‘ইনকার’ (১৯৭৭) এর বিখ্যাত গান ‘মুঙ্গডা’-কে রিমিক্স করা হয়েছে। সেই রিমিক্স-এ নেচে মাতিয়ে দিয়েছেন সোনাক্ষী।