রাষ্টপতির হাতে সাবিনা ইয়াসমিনের গানের অ্যালবাম
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:১৬ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রোববার
রাষ্টপতি আব্দুল হামিদের হতে সাবিনা ইয়াসমিনের গানের অ্যালবাম তুলে দেয়া হয়ছে। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও একই প্রতিষ্ঠানের পরিচালক, বার্তাপ্রধান শাইখ সিরাজ রাষ্ট্রপতির হাতে অ্যালবামগুলো তুলে দেন।
প্রয়াত গুণী সুরস্রষ্টা আলতাফ মাহমুদের সুরে বিভিন্ন সিনেমায় সাবিনা ইয়াসমিনের গাওয়া দশটি গান অ্যালবাম করা হয়েছে। নতুন সংগীত আয়োজনে আগামী ১২ ফেব্রুয়ারি একুশে গ্রন্থমেলায় প্রকাশ হবে এটি। ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে এ অ্যালবামটির নাম ‘শুধু গান গেয়ে পরিচয়’।
বিষয়টি প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, মাননীয় রাষ্ট্রপতির হাতে আমার অনেক শ্রদ্ধা এবং ভালবাসা জড়ানো গানের অ্যালবাম ‘শুধু গান গেয়ে পরিচয়’ সবার আগে তুলে দেয়া হয়েছে। এটা আমার জন্য সত্যিই অনেক ভাললাগার এবং সম্মানেরও বটে। বিশেষ ধন্যবাদ দিতে চাই ফরিদুর রেজা সাগর এবং শাইখ সিরাজকে।
আগামী ১২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে একুশে গ্রন্থমেলায় আমার এ অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান হবে। ১৯৬৭ সাল থেকে শ্রদ্ধেয় আলতাফ ভাই যতদিন জীবিত ছিলেন ততদিন আমি সিনেমায় যেসব গান গেয়েছি সেখান থেকে দশটি গান এই অ্যালবামে রাখা হয়েছে। যার হাত ধরে সিনেমার গানে আমার জীবনের টার্নিং শুরু সেই শ্রদ্ধাভাজন মানুষটির প্রতি এ অ্যালবামের গানগুলো আমার শ্রদ্ধাঞ্জলি। গানগুলো নতুন করে শ্রোতাদের ভালো লাগবে, আশা করছি।
সাবিনা ইয়াসমিন জানান, অ্যালবামের দশটি গানের মধ্যে দুটিতে বর্তমানে সহশিল্পী হিসেবে আছেন লিনু বিল্লাহ। নতুন করে গানগুলোর মিউজিক অ্যারেঞ্জম্যান্ট করেছেন রকেট মণ্ডল। সার্বিকভাবে সহযোগিতা করেছেন জাহাঙ্গীর।
