বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

কোম্পানীগঞ্জে চলছে ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’র শুটিং

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৮ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শুরু হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সৃজিত গাঙচিল উপন্যাস অবলম্বনে ‘গাঙচিল’ সিনেমার শুটিং। ‍

 

ওবায়দুল কাদের সৃজিত এ উপন্যাসটি প্রকাশিত হয় ২০১৪ সালে। ছবিটির গল্প তৈরি হয়েছে একটি চরের মানুষদের জীবন ব্যবস্থা নিয়ে।

প্রথম ধাপে ৬ ফেব্রুয়ারি থেকে উপজেলার চরএলাহী ইউনিয়নের গাঙচিল এলাকায় ছবিটির শুটিং শুরু হয়েছে। চলবে আগামী ৮ দিন।

 

নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত এ সিনেমায় নায়ক ফেরদৌস সাংবাদিক চরিত্রে ও নায়িকা পূর্ণিমা একজন এনজিও কর্মীর চরিত্রে অভিনয় করছেন। অতিথি শিল্পি হিসেবে রয়েছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিটির চিত্রনাট্য লিখেছেন, মারুফ রেহমান ও প্রিয় চট্টোপাধ্যায়।

পরিচালক নঈম সাংবাদিকদের বলেন, আগামী মার্চের শেষ দিকে সিনেমাটির শুটিংয়ের কাজ শেষ হবে। চলতি বছরের মাঝামাঝির দিকে সিনেমাটি দর্শক দেখতে পাবেন বলে তিনি আশা করেন।