বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

রোববার থেকে তারকা বহুল ধারাবিহিক ‘বৃহস্পতি তুঙ্গে’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৬ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের মূল ভাবনায় রায়হান খান নির্মাণ করেছেন নতুন ধারাবাহিক নাটক ‘বৃহস্পতি তুঙ্গে’। এ ধারাবাহিক নাটকটি আগামীকাল থেকে প্রতি রবি, বুধ ও শুক্রবার রাত ৯টা ৩৫ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে প্রচারিত হবে। 

 

নাটকটির গল্পে দেখা যাবে, কাজের ভিসায় মালয়েশিয়ায় যাওয়া মানুষগুলোকে কোনো না কোনো ভাবে ফাঁদে ফেলার চেষ্টা করে মোশাররফ করিম ও শহীদুল্লাহ সবুজ। বিভিন্ন মানুষের কাছে নানাভাবে হাজির হন তারা। একটা সময় দেখা যায়, ফাঁদে ফেলতে গিয়ে দুজনই মানবিক তাড়নায় মানুষের সমস্যা সমাধান করা শুরু করেন। প্রতারকরা হয়ে উঠেন উপকারী বন্ধু। এমনি গল্পে এগিয়ে যাবে ধারাবাহিকটির দৃশ্য। 

৫২ পর্বের এ ধারাবাহিকে মোশাররফ করিম অভিনয় করেছেন ওমর চরিত্রে। আর শহীদুল্লাহ সবুজকে দেখা যাবে রিয়াজ চরিত্রে। 

 

মালয়েশিয়ায় চিত্রায়িত এ ধারাবাহিক নাটকটিতে আরো অভিনয় করেছেন মামুনুর রশীদ, তারিক আনাম খান, সাজু খাদেম, রুনা খান, সানজিদা প্রীতি, জুই করিম, মিশু সাব্বির, কাজী আসিফ, নাবিলা, উজ্জ্বল মাহমুদ, এমিলা, হাফসা মুনিরসহ অনেকে।