‘যোগ্যতা’ দেখাতে একসঙ্গে অপূর্ব-মিথিলা!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:০৪ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রোববার
দেশীয় নাটকের অতন্ত্য জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব। যিনি এক যুগেরও অধিক সময় ধরে অনবদ্য অভিনয়ের মাধ্যমে মুগ্ধ করেছেন দর্শকদের। যে কোনো সময়ই তার নাটক মানেই অন্যরকম দর্শক চাহিদা। আর যদি হয় বিশেষ দিবসের কোনো নাটক তাহলে তো কথাই নেই। তেমনি দরজায় কড়া নাড়ছে বিশ্ব ভালোবাসা দিবস। এ দিনকে ঘিরে এরইমধ্যে নির্মাণ হয়েছে অসংখ্য নাটক-টেলিছবি ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এ অভিনেতাও অভিনয় করেছেন বেশ কিছু নাটক ও টেলিছবিতে।
এর বাইরে এবার অভিনয় করলেন ‘যোগ্যতা’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্যে। শুক্রবার এর শুটিং করা হয়েছে। এটি নির্মাণ করেছেন সময়ের জনপ্রিয় নাট্য নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। এ নির্মাতার নির্মাণ মানেই বিশেষ কোনো চমক। বিগত দিনে দর্শক যার প্রমাণ তার কাজের মধ্য দিয়েই পেয়েছে। ‘যোগ্যতা’য় অপূর্বের বিপরীতে অভিনয় করেছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী-কণ্ঠশিল্পী রাফিয়াত রশিদ মিথিলা।
এর আগে ২০১৭ সালে এ জুটিকে নিয়ে আরিয়ান নির্মাণ করেছিলেন, ‘ব্যাচ ২৭’ নামে একটি টেলিছবি। সে বছরের ঈদুল ফিতরে প্রচারিত হয়েছিল এটি। পরের বছর একই শিল্পীদের নিয়ে নির্মাণ করেছিলেন এর দ্বিতীয় কিস্তি ‘ব্যাচ ২৭ লাস্ট পেইজ’। এ দুটিতেই মিথিলা ও অপূর্বর অভিনয় দর্শক মহলে বেশ সাড়া ফেলে। এবার দেখার পালা এই তিনজনের একসঙ্গে তৃতীয় কাজটি দর্শক মহলে কেমন সাড়া ফেলে।
যদিও নির্মাতার ভাষ্য, আগের দুটি ছিল খুব বড় প্রজেক্ট। এর বাজেটও ছিল বেশি। এবারের কাজ আগের দুটির চেয়ে আলাদা। এবারের স্বল্পদৈর্ঘ্যের গল্পটা বেশ সুন্দর। চরিত্রের সঙ্গে দুজনকে বেশ মানিয়ে যাবে বলেই কাজটি করছি। আশা করছি আমার বিগত কাজের মতো এ কাজটিও দর্শকরা গ্রহণ করবেন।
মিথিলা বলেন, অনেক দিন পর তার ব্যাচ ২৭ দলের সঙ্গে কাজ করলাম। আমাদের আগের কাজগুলো বেশ সাড়া ফেলেছিল। সাড়া বছর নিজের পেশাগত জীবন নিয়ে ব্যস্ততায় কাটে। বিশেষ কিছু কাজ হলেই সময় বের করে করা হয়। এ কাজটিও তেমনি একটা। দর্শকদের ভালো লাগবে।
জানা গেছে, আসছে বিম্ব ভালোবাসা দিবসে ‘যোগ্যতা’ স্বল্পদৈর্ঘ্যটি অনলাইনে প্রকাশ করা হবে।
