বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

গুজব ছড়ানো বন্ধ করুন: বুবলি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০১ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

চিত্রনায়িকা বুবলি। অল্প সময়ের ক্যারিয়ারে বিশাল জনপ্রিয়তা। ২০১৬ সালে অভিনয় ক্যারিয়ার শুরু হয় ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে। প্রথম ছবিতেই বাজিমাত। ভাবালেন সিনেপ্রেমী দর্শদকদের সঙ্গে নির্মাতা-প্রযোজকদেরও। আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। অপুর পর শাকিবের সঙ্গে বুবলিকে বেশ ভালোভাবেই গ্রহন করেছে দর্শকরা। 

 

যার প্রমান শুটার, রংবাজ, অহংকার, চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া, সুপার হিরো, ক্যাপ্টেন খান- এর মতো দর্শকপ্রিয় ছবিগুলো। সবকটি ছবিতে এই জুটির রসায়ন বেশ সাড়া ফেলে দর্শক মহলে। যদিও অনেকে বলে থাকে ছবি গুলো হিট হওয়ার পেছনে সকল কৃতিত্ব শাকিবের। কারণ শাকিবের ছবি মানেই হিট। সেই জায়গা থেকে বুবলির তেমন কৃতিত্ব নেই। আর এখন পর্যন্ত বুবলিকেও দেখা মেলিনি অন্য কোন নায়কের বিপরীতে। তাই সাধারণতই এমন দু চারটি কথা রটতেই পারে। এসব কথার কান না দেয়াই ভালো। 

বুবলিও এসব কথায় কান দেন নাই। একই নায়কের সঙ্গে জুটি বেধে অভিনয় করছেন ‘একটু প্রেম দরকার’ ছবিতে। এতে শাকিবের বিপরীতে আরেক নবাগত নায়িকা মৃদুলাকেও দেখা যাবে। গত কয়েকদিন ধরে কিছু মিডিয়ায় খবর রটে  শবনম বুবলী নাকি কক্সবাজারে ‘একটু প্রেম দরকার’ ছবির গানের শুটিং করছেন! এমন খবরে ভীষণ বিব্রত বুবলি।

 

কারণ, ‘শাহেনশাহ’ ছবির গানের শুটিংয়ে শাকিব খান আছেন কক্সবাজারে। ওই ছবির নায়িকা বুবলী নন, নুসরাত ফারিয়া এবং রোদেলা জান্নাত। ‘শাহেনশাহ’র গানের শুটিংয়ে শাকিব খান, রোদেলা কক্সবাজার আছেন। 

অন্যদিকে ‘একটু প্রেম দরকার’ ছবির আরেক দ্বিতীয় নায়িকা মৃদলাও আছেন সেখানে। জানা যায়, রোদেলার সঙ্গে গান করে শাকিব খান এখন মৃদুলার সঙ্গে শুটিং করছেন।

কিন্তু, বুবলি এই ছবির দুই গানের শুটিং থাইল্যান্ডে শেষ করেছেন। বাকি আছে কয়েকটি সিকোয়েন্স। নির্মাতা জানালে শিগগিরই বাকি সিকোয়েন্সগুলো কাজ শেষ করবেন তিনি।

বিষয়টি নিয়ে বুবলি বলেন, সত্যি আমি বিষয়টি নিয়ে খুব বিরক্তবোধ ও বিব্রত বোধ করছি। আমি কক্সবাজারে নই, ঢাকায় আছি। আমাকে নিয়ে কেন বারবার বিভ্রান্তিকর খবর প্রকাশ করা হয়? এতে করে আমি নিজে খুবই বিরক্ত। মানুষও বিভ্রান্ত হয়। সত্য মিথ্যে যাচাই-বাছাই করে খবর তৈরি করা উচিত। 

এদিকে বিভিন্ন সময়ে বিভিন্ন মিডিয়ায় খবর রটে শাকিব-বুবলি জুটি নাকি ভেঙে যাচ্ছে। এ বিষয়ে এ নায়িকা বলেন, আমাদের পর্দা রসায়ন দর্শক যেভাবে গ্রহণ করেছে, এই জুটি ভাঙার প্রশ্নই ওঠে না। একটি চক্র আমার বিরুদ্ধে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তাদের কাছে আমার অনুরোধ, অনেক হয়েছে। এবার গুজব ছড়ানো বন্ধ করুন। 

 

এদিকে, শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ছবি ‘ফাইটার’-এ চুক্তিবদ্ধ হয়েছেন বুবলি। মালেক আফসারী পরিচালিত এ  এই ছবির শুটিং শীঘ্রই শুরু হবে। এই ছবিতেও বুবলির নায়ক শাকিব খান।