বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

মারা গেলেন ‘স্কাইফল’ অভিনেতা আলবার্ট ফিনে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫৬ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

মারা গেলেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা আলবার্ট ফিনে। বুকের ইনফেকশনে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বিকেলে লন্ডনের রয়্যাল মার্সডেন হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৮২ বছর।

অস্কারের জন্য তিনি পাঁচবার মনোনীত হয়েছিলেন। ‘অ্যানি’, ‘এরিন ব্রোকভিচ’, ‘স্কাইফল’, ‘টম জোনস’ এর মতো সিনেমাগুলোতে অভিনয়ের সুবাদে তিনি দর্শকপ্রিয়তা পেয়েছেন।

আলবার্ট ফিনে মাত্র ১৭ বছর বয়সের ইংল্যান্ডের রয়্যাল একাডেমী অব ড্রামাটিক আর্ট এ যোগ দিয়েছিলেন। প্রথম সিনেমা ১৯৬০ সালের ‘দ্য এন্টারটেইনার’ এ অভিনয় করার আগে থিয়েটারে কাজ করতেন তিনি।