বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

মেঘের কাছে চিঠি পাঠালেন বাপ্পা মজুমদার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫১ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মুজমদার এবার ভক্তদের জন্য 'মেঘের চিঠি' শিরোনামের একটি গান নিয়ে হাজির হলেন। শুক্রবার রাতে এই গানটি সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে। 

 

গানটিতে বাপ্পা মজুমদারের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সুস্মিতা আনিস। পাশাপাশি গানটি নিয়ে ভিডিও নির্মাণ করা হয়েছে যেখানে মডেলও হয়েছেন এই দুই শিল্পী।

৮ জানুয়ারি, শুক্রবার সন্ধ্যায় 'মেঘের চিঠি'  মিউজিক ভিডিওটি ইউটিউবে উন্মুক্ত উপলক্ষে গুলশানের একটি অভিজাত রেস্তোরাঁয় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে অনুষ্ঠানে সংগীতাঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছে- হামিন আহমেদ, শাফিন আহমেদ, মানাম আহমেদ, অর্ণব, কণা, এলিটা, মাহাদী, মিনারসহ আরো অনেকেই।

 

মেঘের চিঠি গানটির কথা লিখেছেন শাহান কবন্ধ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার নিজেই। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন চ্যানেল নাইনের অনুষ্ঠান প্রধান তানভীর খান।

গানটি নিয়ে বাপ্পা মজুমদার বলেন, সুস্মিতা আনিস খুব আস্তে আস্তে কথা বলেন। তাই গানটি হওয়া উচিত এমন, যাতে খুব আদর করে গাওয়া যায়। এ প্রজেক্টটি নিয়ে যখন ভাবনা শুরু করি, তখন থেকেই এ বিষয়টা মাথায় ছিল। আপা এতো ব্যস্ততার মধ্যেও যেভাবে সময় বের করে গান করছেন, আমি এ ব্যাপারটাকে সাধুবাদ জানাই। আমি ভীষণ রকম আনন্দিত, আপার সঙ্গে কাজটি করতে পেরে।

সুস্মিতা আনিস বলেন, আমি আমার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি গানের চর্চা করি। যার কারণে একটি গান করার আগে আমাকে বেশ প্রস্তুতি নিয়ে সামনে এগুতে হয়। কারণ আমার অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে গান করতে হয়। সে জন্য একটি প্রজেক্ট করার জন্য আমি যথেষ্ট সময় নিই। এই গানটির বেলাতেও তাই হয়েছে।

এ অনুষ্ঠানে সুস্মিতা আনিস জানান, 'মেঘের চিঠি' গানটির দৃশ্যায়ন করা হয়েছে কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে। আর এর মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে।