বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

প্রিয়তির বইটি প্রাপ্তবয়স্কদের জন্য

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৫২ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

বইয়ের নাম প্রিয়তির আয়না। লেখক মাকসুদা আক্তার প্রিয়তি। মিস আয়ারল্যান্ড খ্যাত মডেল প্রিয়তি নিজের জীবনের গল্পই তুলে ধরেছেন বইটিতে। এটি প্রকাশ করবে দেশ পাবলিকেশনস।

 

প্রিয়তি বলেন, ‘আমিও আট/ দশটা বাঙালি মেয়েদের মতো। সাদাসিধা দুই বাচ্চা নিয়ে জীবন ছিল, কেটে যাচ্ছিল সেই জীবন আয়ারল্যান্ড এ। কি এমন ঘটে গেল যে জীবনের মোড় ঘোরাতে হলো এমন নাটকীয় ভাবে? কীভাবে সঞ্চয় করলাম এত সাহস? কেমন ছিল সেই ট্রান্সফরমেশন এর পথ? উত্তরের সব জট খুলবে আরও এমন ছবি সহ' প্রিয়তির আয়নায়'। আশা করছি এই বই মেলায় প্রকাশিত হবে বইটি। আশা করার কথা বলছি এই কারণে যে, বাংলাদেশে নাকি যেকোনো সময়ে যেকোনো কিছু হতে পারে, যেকোনো ঘটনা ঘটে যেতে পারে বা ঘটে যায়। যেহেতু আমি বাংলাদেশে থাকি না, সুতরাং অনেক কিছুই আমার নিয়ন্ত্রণে থাকে না।’

 

তিনি আরও বলেন, ‘বইটি সম্পূর্ণ ১৮+ প্রাপ্ত বয়স্কদের জন্য। অনূর্ধ্বরা অভিভাবকদের অনুমতি ছাড়া না কেনার জন্য অনুরোধ রইল।’