বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘ভূত’ হয়ে ফিরছেন মল্লিকা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৪০ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

অনেক দিন বলিউডের বাইরে রয়েছেন মল্লিকা শেরওয়াত। তবে এবার বলিউডে কামব্যাক করছে লাস্যময়ী  এই নায়িকা। ২০০৪ সালে ‘মার্ডার’ ছবি দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন মল্লিকা। রাতারাতি বলিউডে সব থেকে আকর্ষণীয় ও হট নায়িকার তকমা পেয়ে যান তিনি। এর পরে বেশ কিছু ছবি করলেও অনেকদিন বলিউড থেকে দূরেই ছিলেন তিনি।

 

এবেলা পত্রিকার খবরে বলা হয়, এবার তিনি আবার বলিউডে ফিরছেন । বড় পর্দা না হলেও খুবই গুরুত্বপূর্ণ   কমেডি ওয়েব সিরিজ  ‘বু-সাবকি ফাটেগি’-তে অভিনয় করবেন বলে জানিয়েছেন মল্লিকা। এই ‘হরর কমেডি’-তে একটি ভূতের চরিত্রে অভিনয় করছেন মল্লিকা। মল্লিকা যখন  ‘ভূত’, তার ফ্যানরা আশা করবেই যে এই ভূতের লুকও হবে বেশ আকর্ষণীয়।

 

তবে মল্লিকা নিজেও খুব এক্সাইটেড এই ছবির লুক নিয়ে। তার মতে ‘ খুবই ইন্টারেস্টিং এই ভুতের লুক।’ এর আগে মল্লিকাকে  ২০০৭ সালের কমেডি ছবি ‘ওয়েলকাম’-এ অভিনয় করতে দেখা গিয়েছে । কমেডিতে অভিনয় করে সকলের নজর কেড়েছিল এই অভিনেত্রী।

 

এবার এই  ‘হরর কমেডি’ তে কেমন অভিনয় করেন সেটাই দেখার। তার সঙ্গে এই সিরিজে অভিনয় করতে দেখা যাবে তুষার কাপুর  ও কৃষ্ণ অভিষেককে। ‘অল্ট বালাজী’ প্ল্যাটফর্মে দেখা যাবে এই কমেডি ওয়েব সিরিজ ‘বু-সাবকি ফাটেগি’। এখন শুধু শুটিং শুরুর অপেক্ষা।