টোটার লুক চেঞ্জ, কিন্তু কেন?
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৩৬ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
মাথায় একটাও চুল নেই। চোখ সোজা ক্যামেরায়। দেখে বোঝা যাচ্ছে ইনি অভিনেতা টোটা রায় চৌধুরী। নিজের এই লুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা। কিন্তু কেনো এই লুক চেঞ্জ?
টোটা নিজেই লিখেছেন, ‘মেকআপ কীভাবে একজন অভিনেতার লুক সম্পূর্ণ বদলে ফেলতে পারে।’ অরিন্দম বসু পরিচালিত ‘অরক্ত’ ছবির জন্যই যে টোটার এই লুক, সে ইঙ্গিতও দিয়েছেন তিনি।
‘অরক্ত’-এ টোটার সঙ্গে অভিনয় করবেন রোহিত রায়। বাংলাদেশি অভিনেত্রী অরিনও রয়েছেন। এই ক্রাইম থ্রিলারে রোহিত রয়েছেন এক লেখকের চরিত্রে। তার স্ত্রী অরিন। পাহাড়ে বেড়াতে যান দম্পতি। সেখানেই নতুন বইয়ের ক্লাইম্যাক্স লিখবেন বলে ঠিক করেন রোহিত।
.jpg?1549617631480)
নিজেদের সম্পর্কের শীতলতাও কাটিয়ে উঠবেন বলে মনে করেন দম্পতি। সেখানেই অরিনের সঙ্গে দেখা হয় টোটার। বদলে যায় সম্পর্কের সমীকরণ। তার পর…?
