শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

#মিটু নিয়ে কথা বললে হাসি-ঠাট্টা হয়ে যায়, সোফি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩৫ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

#মিটু ঝড়ে কয়েক মাস আগেও উত্তাল ছিল সিনে দুনিয়া। তনুশ্রী দত্ত প্রথম নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। তার পর একের পর এক মুখ খুলেছেন বহু তারকা। কিন্তু এত বড় বিষয়টিকে বেশির ভাগ মানুষই সিরিয়াসলি নেননি বলে দাবি করলেন গায়িকা সোফি চৌধুরি।

 

সদ্য এক সাক্ষাত্কারে সোফি জানিয়েছেন, #মিটু নিয়ে প্রবল আলোড়ন হয়েছে আমেরিকায়। কিন্তু এখানে খুব কম লোক এটা নিয়ে কথা বলেছেন। ইন্ডাস্ট্রির বড় তারকারাই চুপ করে থেকেছেন। যারা মুখ খুলেছেন, তাদের নিয়ে হাসি-ঠাট্টা হয়েছে। তবে সোফি মনে করেন, এ দেশে #মিটু-র পরে অনেকে হয়তো ভুল কাজ করার আগে দু’বার ভাববেন।

শুধু গান নয়, মডেলিং এবং অভিনয়ও করেছেন সোফি। তবে তিনি নিজে নাকি কখনো এ ধরনের সমস্যায় পড়েননি। কিন্তু বহু মহিলা এই সমস্যা কাটিয়ে উঠেছেন। তাই যারা #মিটু নিয়ে মুখ খুলছেন, তাদের কথা নিয়ে মজা না করাই শ্রেয় বলে মনে করেন তিনি।