বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

একই সূত্রে বাঁধা পড়লেন গোবিন্দ ও দেব আনন্দ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩২ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

ভারতীয় সিনেমার অন্যতম কিংবদন্তি অভিনেতা দেব আনন্দ। তার অভিনয় জীবন শুরু হয়েছিল ১৯৪৬ সালের ‘হম এক হ্যায়’ ছবি দিয়ে। শুধু অভিনয়ই নয়, দেব আনন্দ নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন প্রযোজক-পরিচালক হিসেবেও।

 

এবেলা পত্রিকার খবরে বলা হয়, দেব আনন্দের স্ত্রী কল্পনা কার্তিক, তার সময়ের স্বনামধন্য অভিনেত্রী ছিলেন। কিন্তু তাদের ছেলে-মেয়ে সুনীল ও দেবিনা অভিনয় জগৎ থেকে দূরেই ছিলেন। তবে, দেব আনন্দের নাতিকে এবার দেখা যেতে পারে সিলভার স্ক্রিনে। 

ঋষি আনন্দকে সেভাবে বলিউডে কেউ না চিনলেও, জানা গিয়েছে যে ১৯৯৬ সালের ‘সাজন চলে শ্বশুরাল’ নামে কমেডি ছবির রিমেকে তিনি ডেবিউ করবেন। ডেভিড ধাওয়ান পরিচালিত সেই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন গোবিন্দ। ছবিতে যিনি দুই স্ত্রী, কারিশমা কাপুর ও টাবুকে সামলাতে হিমশিম খেয়েছিলেন।

সেই সময়ের ডেভিড ধাওয়ান-গোবিন্দ জুটির ছবিগুলোর মধ্যে ‘সাজন চলে শ্বশুরাল’ তালিকার উপর দিকেই রয়েছে। অপেক্ষা এখন রিমেকের। এবং অবশ্যই ঋষি আনন্দের।