শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৪ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

চিরুনি নিয়মিত পরিষ্কার করছেন তো!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২০ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

চুলের বিভিন্ন সমস্যা নিয়ে সকলেই কম বেশি দুশ্চিন্তায় ভোগেন। হেয়ার ফল, ড্যামেজ, খুশকি ইত্যাদি যাবতীয় সমস্যার জন্য প্রোয় সকলেরই দুশ্চিন্তার অন্ত নেই। কিন্তু ভেবে দেখুন তো? চুলে ব্যবহৃত চিরুনিটি নিয়মিত পরিষ্কার করছেন তো! জানেন কি? এই হেয়ার ব্রাশ ময়লা থাকা মানে চুলেও ময়লা। আর ব্রাশে ময়লা থাকা একটা নোংরা আর ঘৃণ্য ব্যাপার। বর্তমানে অনেক ধরনের চিরুনি বা হেয়ার ব্রাশ বাজারে পাওয়া যায়। চুলের ধরন বা পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন যেকোনো চিরুনি। তবে পছন্দের চিরুনিটি ঠিক কতদিন পর পর পরিষ্কার করবেন এবং চিরুনির ধরন অনুযায়ী কীভাবে তা পরিষ্কার করবেন? সে সম্পর্কে জেনে নিন-


প্লাস্টিকের চিরুনি
সবচেয়ে বেশি ব্যবহার ও কমন চিরুনি হচ্ছে প্লাস্টিকের চিরুনী। এটি দামেও কম যেকোনো মার্কেটেই সহজলভ্য। মেয়েদের হ্যান্ড ব্যাগে আর কিছু না থাকলেও প্লাস্টিকের চিরুনি থাকবেই। 
কাঠের চিরুনি
মজবুত টেকসই চিরুনি হচ্ছে কাঠের চিরুনি। জানেন কি? কাঠের চিরুনি ব্যবহারে স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এটি চুলের স্বাস্থ্যের জন্যেও ভালো।
গোলাকৃতি বা রাউন্ড চিরুনি
গোল বা রাউন্ড আকৃতির এই চিরুনি কার্ল চুলের জন্য সবচেয়ে বেশি উপযোগী। এগুলো সাধারণত একটু উন্নত মানের। দামেও অন্যান্য চিরুনির তুলনায় বেশি।
প্যাডেল হেয়ার ব্রাশ
এই ধরনের ব্রাশ সাধারণত আকারে বেশ বড় হয়। এই চিরুনির দাঁত অনেক ফাঁকা ফাঁকা থাকে যা চুলের জট ছাড়াতে অনেক কার্যকর।
চিরুনী পরিষ্কার করার প্রয়োজনীয় উপকরণ:
টুথপিক বা পিন, টুথব্রাশ, বড় একটি বাটি, ডিটারজেন্ট ইত্যাদি। 
প্রথমে টুথপিক বা পিন দিয়ে চিরুনীর ভিতরে গোড়ার দিকে যে ময়লা রয়েছে তা পরিষ্কার করুন। ভারী ময়লাগুলো ফেলে দিয়ে এবার ঈষদুষ্ণ গরম পানিতে ১০ থেকে ১৫ মিনিট চিরুনি ভিজিয়ে রাখুন এতে ময়লাগুলো নরম হয়ে যাবে যা তুলতে সহজ হবে। ভেজানো চিরুনিটি টুথব্রাশ ডিটারজেন্টে গুলে ব্রাশের কম্বগুলোতে ভালোভাবে ঘষুন। শুকনো তোয়ালে দিয়ে মুছে ফেলুন। চিরুনিতে ময়লা যেমন আপনার চুলের ক্ষতি করে তেমনি এটি একটি নোংরা ব্যাপারো বটে। তাই প্রতিমাসে কমপক্ষে ২ বার করে হেয়ার ব্রাশ ধুতে হবে।