সংরক্ষিত আসনে এমপি হলেন হোসনে আরা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:১৬ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
জামালপুরে সংরক্ষিত মহিলা আসনে এমপি নির্বাচিত হলেন গীতিকবি ও সাংস্কৃতিক সম্পাদক মিসেস হোসনে আরা। শুক্রবার গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভা শেষে নাম ঘোষণা করা হয়।
তিনি ইসলামপুরের বেলগাছার ঘোনাপাড়ার মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম সফির স্ত্রী।
এর আগে তিনি বাংলাদের বেতারের গীতিকার, সুরকার, শিল্পী, বাংলাদেশ কৃষকলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সাবেক কৃষকলীগের সদস্য, ইসলামপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী হোসনে আরা জামালপুর সংরক্ষিত আসনে এমপি নির্বাচিত হওয়ায় ফেইসবুকসহ জামালপুরের নেতাকর্মীদের মাঝে ঝড় উঠেছে।
