বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

অক্ষয়ের সঙ্গে দেখা করতে এসে জেলে ভক্ত!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৩ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

হরিয়ানার বাসিন্দা অঙ্কিত গোস্বামী বলিউড অভিনেতা অক্ষয় কুমারের অন্ধ ভক্ত যাকে বলে জাবরা ফ্যান। গুগল থেকে প্রিয় অভিনেতার বাড়ির ঠিকানা জোগাড় করে দেখা করতে গিয়েছিলেন তিনি। 

 

কিন্তু এ কাজ করতে গিয়ে যে তাকে জেলে যেতে হবে সে কথা বোধ হয় স্বপ্নেও কল্পনা করেননি অঙ্কিত। গুগল খুঁজে তিনি বের করেছিলেন প্রিয় অভিনেতা অক্ষয় কুমারের মুম্বাইয়ের জুহুর বাড়ির ঠিকানা। শুধুমাত্র অক্ষয়ের সঙ্গে দেখা করার জন্যই হরিয়ানা থেকে পাড়ি দিয়েছিলেন মুম্বাইয়ে।

কিন্তু অক্ষয়ের বাড়িতে ঢুকতে গিয়েই বাধা পান তিনি। অক্ষয়ের বাড়ির নিরাপত্তারক্ষীরা তাকে আটকে দেন গেটেই। তারপর তাকে তুলে দেয়া হয় পুলিশের হাতে।

 

মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার পরমজিৎ সিংহ দাহিয়া বলেছেন, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে জানা গেছে প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করার জন্যই তিনি মুাম্বই ছুটে এসেছেন।

অঙ্কিতকে ভারতীয় দণ্ডবিধির অনধিকারপ্রবেশ ধারায় মামলা করা হয়েছে।