প্রকাশ হলো সিঁথির ‘তুমি নেই’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০৩ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
চলতি সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সিঁথি সাহা। তাকে এর আগে নিজের গানের মিউজিক ভিডিওতে দেখা গেলেও এবারই প্রথম পুরো ভিডিওতে মডেল হয়েছেন সিঁথি। মিউজিক ভিডিওতে তার সঙ্গে রয়েছেন জনপ্রিয় মডেল-অভিনেতা এবিএম সুমন। একটু জড়তা ছিলো তবে, শুটিংয়ের সময় ভিডিও নির্মাতা শাহরিয়ার পলক এবং এবিএম সুমন দুজ’ন মিলে সাহস দিয়েছেন।
বৃহস্পতিবার রাতে নিজের নতুন গানের ভিডিও ‘তুমি নেই’ প্রকাশের পর এমনটাই জানান সিঁথি সাহা। এরইমধ্যেই ভিডিওতে তার পারফর্মেন্স দেখে মুগ্ধ শ্রোতা-দর্শক। ‘তুমি নেই’ শিরোনামের গানটির কথা লিখেছেন গৌরব মন্ডল জন, সুর করেছেন সৈয়দ তামিম আর সঙ্গীতায়োজনে ছিলেন অমিত চ্যাটার্জী।
গান প্রসঙ্গে সিঁথি বলেন, অনেক দিন পর নতুন গান এবং ভিডিও নিয়ে হাজির হলাম। গানটি সবার হৃদয়কে দোলা দেবে। ভিডিওটিও দারুণ হয়েছে। প্রকাশের পর দর্শক-শ্রোতাদের অনেক প্রশংসা পাচ্ছি। আশাকরি গানটি সব শ্রেণির দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।
উল্লেখ্য, ধ্রুব মিউজিক স্টেশন ভালোবাসা দিবসের বিশেষ আয়োজনের অংশ হিসেবে বৃহস্পতিবার (ডিএমএস) তাদের ইউটিউব চ্যানলে অবমুক্ত করে ‘তুমি নেই’ গানের ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
