আসিফ-ডলির ‘ভালোবাসি জানটা’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০১ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
বাংলা গানের যুবরাজ আসিফ আকবর ও সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনী দীর্ঘদিন পর নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটির শিরোনাম ‘ভালোবাসি জানটা’। গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ, সুর করেছেন মোহম্মদ মিলন আর সঙ্গীতায়োজন করেছেন এমএমপি রনি।
বৃহস্পতিবার রাতে এস এস মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে ‘ভালোবাসি জানটা’ গানটির ভিডিও প্রকাশ পেয়েছে।
গেল কয়েকদিন আগে এ গানটির মিউজিক ভিডিওর দৃশ্যধারণ করা হয়। এতে আসিফের সঙ্গে মডেল হিসেবে ছিলেন এই সময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী সেলিনা আফ্রি। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ওসমান মিরাজ এবং কোরিওগ্রাফি করেছেন রোহান মাহমুদ ও বেলাল।
গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন, বিয়ে বাড়ি অথবা যে কোনো অনুষ্ঠানে অনেকে সাধারণত হিন্দি গান বাজায়। আমার বিশ্বাস ‘ভালোবাসি জানটা’ এখন থেকে বিভিন্ন অনুষ্ঠানে মানুষ বাজাবেন। মজার ব্যাপার হচ্ছে গানটির ভিডিওতে আমি এবার বেশকিছু নতুন নাচের মুদ্রা দিয়েছি, যেটা দর্শকদের ভালো লাগবে। তাছাড়া এস এস মাল্টিমিডিয়া হাউজ ও মিরাজের সঙ্গে প্রথম কাজ করলাম। তাদের সঙ্গে কাজ করে আমি আনন্দিত।
পরিচালক ওসমান মিরাজ বলেন, আসিফ ভাই গানের ভিডিও নির্মাণের সুযোগ করে দেয়ার জন্য এস এস মাল্টিমিডিয়া হাউজের উপদেষ্টা বিলিয়ান বিপু ভাইয়াকে ধন্যবাদ জানাচ্ছি। আসিফ ভাইকে নিয়ে কাজ করার অভিজ্ঞতাটা দারুণ ছিল। তিনি যেমন অসম্ভব ভালো গান করেন, তেমনি খুব ভালো পারফর্মেন্সও করেন। আশা করছি গান ও ভিডিও দু’টিই দর্শকদের ভালো লাগবে।
