‘দাগ হৃদয়ে’ দিয়ে ফিরলেন মিম
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৫৮ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
বিদ্যা সিনহা মিম অভিনীত নতুন চলচ্চিত্র ‘দাগ হৃদয়ে’ শুক্রবার মুক্তি পেয়েছে। এর মাধ্যমে অনেকদিন পর আবার বড়পর্দায় ফিরেছেন এই ঢালিউড সুন্দরী। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন পরিচালক তারেক শিকদার।
এর আগে গত ঈদে মুক্তি পেয়েছিলো মিম অভিনীত আমি নেতা হব চলচ্চিত্রটি। ‘দাগ হৃদয়ে’ চলচ্চিত্রটি সারা দেশের ৪২টি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে। এর পরিচালক তারেক শিকদার বিষয়টি ডেইলি বাংলাদেশকে জানিয়েছেন।
চলচ্চিত্রটিতে বিদ্যা সিনহা মিম এর বিপরীতে রয়েছে বাপ্পি চৌধুরী। ‘দাগ হৃদয়ে’ এর কাহিনী লিখেছেন কামাল আহমেদ। সংলাপ ও চিত্রনাট্য করেছেন মোহাম্মদ রফিকুজ্জামান। এর আগে বাপ্পী-মিমকে সুইটহার্ট, আমি তোমার হতে চাই, দুলাভাই জিন্দাবাদ চলচ্চিত্রে জুটি হিসেবে দেখা গেছে। ত্রিভুজ প্রেমের এই ছবিতে আরো দেখা যাবে নায়িকা আঁচল আঁখিকে।
‘দাগ হৃদয়ে’-এর গল্পে দেখা যাবে মিম একজন চিত্রশিল্পী। খুব সাদামাটা একটি মেয়ে। যার আঁকা ছবি দেখে তার খোঁজে লন্ডন থেকে বাপ্পী ছুটে আসে সিলেটে। আঁচলের চরিত্রটি খুব চঞ্চল একটি মেয়ের। সে বাপ্পীকে ভালোবাসে। কিন্তু বাপ্পী ভালোবাসে মিমকে। এভাবে এগিয়ে যায় গল্প।
