শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ঢাবিতে ছয় দিনব্যাপী চলচ্চিত্র উৎসব রোববার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৭ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

শুরু হতে যাতে বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসব ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৫’। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত ছয়দিন ব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে টিএসসি মিলনায়তনে। এটি আগামী ১০ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। শুক্রবার দুপুরে এক সংবাদ সংম্মেলনে আয়োজক কর্তৃপক্ষ এমনটিই জানিয়েছেন। 

 

এ সময় তারা জানান, ছয়দিন ব্যাপী এ উৎসবে মোট ১৬টি পূর্ণদৈর্ঘ্য ও ৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে। উৎসবের ১৮তম  আসরে সহযোগী হিসেবে থাকছে  ‘বাংলালিংক ডিজিটাল কমিনিকেশনস লিমিটেড’।

উৎসবের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক  এবং বিশিষ্ট চলচ্চিত্রকার নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। 

 

এছাড়া ১৩ই ফেব্রুয়ারি উৎসবের তৃতীয় দিনে  ‘হীরালাল সেন পদক’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. নাসরীন আহমেদসহ বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিরা। 

সংবাদ সংম্মেলনে আরো জানানো হয় এবার  ‘হীরালাল সেন পদক’-এ প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে মোট ছয়টি চলচ্চিত্র। এর মধ্যে রয়েছে দেবী, কমলা রকেট, জন্মভূমি, পাঠশালা, সনাতন গল্প ও মাটির প্রজার দেশে। 

‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৫’ উৎসবের পর্দা নামবে আগামী ১৫ ফেব্রুয়ারি। এদিন সেমিনার ও একটি স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী ছাড়াও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সহযোগীতায় কালজয়ী সব ছবির পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হবে।